Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

বিবাহ বার্ষিকীর অর্থে দুঃস্থদের খাদ্য সামগ্রী বিতরণ

বিবাহ বার্ষিকীর অর্থে দুঃস্থদের খাদ্য সামগ্রী বিতরণ 



ক্যানিং|দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ক্যানিং-১ ব্লকের মাতলা-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান উত্তম দাস এবং তার স্ত্রী সপ্না দাস ক্যানিং-১ পঞ্চায়েত সমিতির সদস্যা।এবার তাদের ২৫ তম বর্ষ বিবাহ বার্ষিকী ছিল।প্রতি বছর তারা বিবাহ বার্ষিকী পালন করে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে।এ বছর তারা বিবাহ বার্ষিকী পালন করলেন একটু ভিন্ন ভাবে।বিবাহ বার্ষিকী অনুষ্ঠানে যে অর্থ ব্যয় হয় সেই অর্থে বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দিলেন প্রায় দেড় হাজার দুঃস্থ পরিবার গুলিকে।ক্যানিং-১ পঞ্চায়েত সমিতির সদস্যা তৃণমূলের  স্বপ্না দাস এবং মাতলা-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃণমূলের উত্তম দাস নিজের হাতে  চাল,ডাল,আলু,ডিম,শাক সবজি,মাক্স তুলে দেন প্রায় দেড় হাজার দুঃস্থ পরিবার গুলিকে।ফলে অসহায় মানুষ গুলি তাদের এই অভিনব উদ্যোগকে আশীর্বাদ করেন।

বিজ্ঞাপন
Our Society.. JHARKHALI SABUJ BAHINI. 
Covid-19 Disaster for Sundarban Needs Families Help.
We are receiving donations for the needy families and hand over your support to them. So kindly support & donate us yours highest consideration.

https://www.payumoney.com/paybypayumoney/


https://www.payumoney.com/paybypayumoney/#/4B7C75E75854DDC34555C0DF7BD3AAC4

সারা বিশ্ব জুড়ে করোনা ভাইরাস থাবা বসিয়েছে।ভারতে দিনের পর দিন করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।বাড়ছে মৃত্যুরও সংখ্যা।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে সাধারণ মানুষজন কে এ বিষয়ে সচেতন করে তুলছে।রাজ্যের মুখ্যমন্ত্রী বিনা মূল্যে খাদ্য সামগ্রী দিচ্ছেন রেশন ব্যবস্থার মাধ্যমে।এমনকি তিনি ঘোষণা করেছেন কেউ যেন অভুক্ত না থাকে।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আর্দশে অনুপ্রাণিত হয়ে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যা স্বপ্না দাস ও মাতলা-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান উত্তম দাসের এই অভিনব উদ্যোগ।তারা জানান সারা বিশ্ব জুড়ে করোনা ভাইরাস থাবা বসিয়ে।এ বছর আমাদের ২৫ তম বর্ষ বিবাহ বার্ষিকী ছিল।এই বিবাহ বার্ষিকীতে যে অর্থ ব্যয় হত সেই অর্থে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হল দুঃস্থ পরিবার গুলিকে।যেহেতু সারা দেশ জুড়ে লকডাউন চলছে।বহু মানুষ কাজ করতে পারছে না।তাই অসহায় মানুষের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া।

Post a Comment

0 Comments