Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

লকডাউন অমান্যকারী বেয়াদপদের আনাগোনা রুখতে লাঠি হাতে পথে নামলেন খোদ বিডিও

লকডাউন অমান্যকারী বেয়াদপদের আনাগোনা রুখতে লাঠি হাতে পথে নামলেন খোদ বিডিও

নিজস্ব প্রতিনিধি,  ক্যানিং -সামাজিক দুরত্ব কিংবা লকডাউন দূর ছাই এসব আবার কি!কে শোনে কার কথা। থোড়াই কেয়ার করছে কেউ।ক্যানিং ১ নম্বর ব্লক সহ ক্যানিং মহকুমার সর্বত্র চলছে বহু মানুষের আনাগোন। বহাল তবিয়েতে চলছে বাজার হাট। চলছে বেশকিছু যানবাহনও।এক একটি বাইকে তিনজন আরোহী কিংবা কোন কারণ ছাড়াই টোটো অটোতে কিংবা মোটর চালিত ইঞ্জিনভ্যানে করে একাধিক মানুষজন যাতায়াত করছে অহরহ।লকডাউন একেবারেই তলানিতে ঠেকেছে। মানছে না কেউই।প্রশাসন কঠোর হলেই বেশ কিছু বিশিষ্ট মানুষজন প্রশাসনের চোদ্দপুরুষ উদ্ধার করতে পিছপা হন না। আবার করোনা ভাইরাস আটকাতে প্রশাসন যদি পিছিয়ে আসে করোনার মহামারীতে প্রলয় ঘটতে খুব বেশি সময়ও লাগবে না। অবশেষে সাধারণ মানুষের ভালোর জন্য কঠোর পদক্ষেপ নিতে বাধ্য প্রশাসন।এবার সেই সমস্ত লকডাউন ভঙ্গকারী বেয়াদপদের রুখতে  কঠোরতাও দেখালো।লাঠি হাতে পথে নামলেন খোদ বিডিও। রবিবার ক্যানিং ১ নম্বর ব্লকের বিডিও নীলাদ্রী শেখর দে রণংদেহি মূর্তিতে নিজের হাতে তুলে নিলেন লাঠি।লাঠি দিয়ে পেটালেন লকডাউন ভঙ্গকারীদেরকে।লকডাউন ভঙ্গকারীদের শায়েস্তা করতে খোদ বিডিও’র রুদ্রমূর্তির মেজাজ দেখে বেয়াদপরা ছুটে পালিয়ে যেতে থাকে। করোনা সংক্রমণ ঠেকাতে বেয়াদপদের রোখার জন্য খোদ বিডিও কে লাঠি হাতে ময়দানে নামতে দেখে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবী লোকমান মোল্ল্যা,শিক্ষক যাদব চন্দ্র বৈদ্য,সমাজসেবী ফারুক আহমেদ সরদার সহ অন্যান্য বিশিষ্টজনেরা।তাঁদের দাবী আরো আগে থেকেই প্রশাসন এমন কঠোর পদক্ষেপ নিলে ভালো হতো।
উল্লেখ্য সাধারণ মানুষের ভালোর জন্য করোনা ভাইরাস সংক্রমণ রুখতে প্রশাসন নাওয়া খাওয়া ভুলে মাঠে নেমে পড়েছেন। বিভিন্ন ভাবে বিভিন্ন এলাকায় মাইকিং করে সচেতনতার বার্তা দিয়ে সাধারণ মানুষ কে বাড়িতে থাকার জন্য অনুরোধ করছেন।পাশাপাশি নির্দেশিকা জারি রয়েছে একান্ত প্রয়োজনে বাইরে বের হলে মাস্ক বাধ্যমূলক।তারপর চলছে লকডাউন। যখন করোনা ভাইরাস প্রতিহত করতে প্রশাসনের ঘুম উবে গেছে। সেখানে সমাজের বেশ কিছু স্বার্থপর বেয়াদপ মানুষজন আনন্দে প্রতিদিনই বাজারের ব্যাগ,ব্যাঙ্কের পাশ বই,কিংবা ভুয়ো প্রেসক্রিপসান নিয়ে ঘুরে বেড়াচ্ছে।

করোনা ভাইরাস কে আরো আমন্ত্রণ করে বাড়িতে কিংবা পাড়ার মধ্যে আনতে বদ্ধ পরিকর এই সমস্ত বেপরোয়া বেয়াদপ মানুষজন।
আগামী দিনেও যদি প্রশাসনের এমন কঠোর মনোভাব দেখায় তাহলে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিহত করা সম্ভব।নচেৎ সংক্রমণ এবং মৃত্যু অবধারিত ভাবে বেড়েই চলবে।  ফলে প্রশাসন ছাড়া কোন ভাবেই প্রতিরোধ করা সম্ভবপর নয়।

Post a Comment

0 Comments