সোনারপুরে শুরু হল সামাজিক রান্নাঘর
বিশেষ প্রতিনিধি | সোনারপুর | বুুুধবার - তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক ব্যানার্জির দেখানো পথে ও সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগমের উদ্যোগে এবং রাজপুর-সোনারপুর পৌরসভার সি.আই.সি. জনাব নজরুল আলি মন্ডলের ব্যবস্থাপনায় ও সোনারপুর উৎসব কমিটির সহযোগিতায় গত ২০ এপ্রিল থেকে শুরু হয়েছে নগরলক্ষী সামাজিক রান্নাঘর। সোনারপুর উত্তর বিধানসভার অন্তর্গত সকল অভূক্ত, অসহায় মানুষদের ঘরে খাবার পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছেন। অন্য রাজ্য থেকে যারা এ রাজ্যে কাজে এসে লকডাউনের কারণে আটকে পড়েছেন তাদের জন্যও খাবারের ব্যাবস্থা করেছেন। প্রতিদিন চার হাজার মানুষের ঘরে পৌঁছে যাচ্ছে এই খাবার। খুশি এলাকার সাধারণ মানুষ। সোনারপুরের কোনো মানুষ অভুক্ত থাকবে না, এমনটাই সংকল্প করেছেন উদ্যোক্তারা।
0 Comments
Welcome