Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

অসহায় অসুস্থ রোগীদের ঔষধ তুলে দিচ্ছেন সমাজসেবক অরিত্র বোস

অসহায় অসুস্থ রোগীদের ঔষধ তুলে দিচ্ছেন সমাজসেবক অরিত্র বোস



ক্যানিং|দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ক্যানিং-১ ব্লকের মাতলা-২ গ্রাম পঞ্চায়েতের রাজারলাট ও পুরাতন চাঁদনী গ্রামে বেশীর ভাগ পরিবার জেলে সম্প্রদায়ের।এদের রুজিরোজগার  নদীতে খালে বিলে মাছ কাঁকড়া ধরে।আর এই মাছ কাঁকড়া ক্যানিং মাছ বাজারে বিক্রি করে যেটুকু অর্থ পায় তা দিয়ে কোনমতে তাদের সংসার চলে।ফলে সংসারে তাদের নুন আনতে পান্তা ফুরায়।আবার সুন্দরবনের নদী জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে গিয়ে শিকারও হয়ে বাঘ কুমির বিষধর সাপের আক্রমণে।ফলে বিধবা হয় বেশ কিছু গৃহবধূ। রাজারলাট ও পুরাতন চাঁদনী গ্রামটি বিধবা পাড়া হিসাবে পরিচিত হয়ে উঠেছে মানুষের মুখে মুখে।লর্ড ক্যানিং আমলে সরকারি কাজ কর্ম এই এলাকায় হত।

বিজ্ঞাপন


https://www.payumoney.com/paybypayumoney/#/4B7C75E75854DDC34555C0DF7BD3AAC4

এমনকি পোর্ট ক্যানিং আমলে  ১৮৬২ সালে চালু হয় ক্যানিং মিউনিসিপ্যালিটি।আর এই ক্যানিং মিউনিসিপ্যালিটি কার্য্যলয়টি ছিল পোর্ট ক্যানিং এন্ড ল্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানী এবং অতিথি নিবাস গোলকুঠি সৌধটিতে।আর এই সৌধটিতে সারারাত্রি বিশ্রাম নিয়ে ছিলেন বিশ্বকবিরবীন্দ্রনাথ ঠাকুর ১৯৩২ সালে।গোসাবা জৈনক স্যার ড্যানিয়েল হ্যামিলটন ম্যাকিনন সাহেবের আহ্বানে কবিগুরু এসে ছিলেন গোসাবায়।১৯৩৩ সালে ১ জানুয়ারি ফের ক্যানিং হয়ে বিশ্বভারতী হয়ে যান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিঞ্জানী কালী মোহন ঘোষ।ফলে সুন্দরবনের ক্যানিংয়ের মাটিতে যেমন বিদেশী শাসন,শোষণ আর উন্নয়নের চিহ্ন ছড়িয়ে রয়েছে তেমনই আবার এই মাটি ধন্য হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিঞ্জানী কালী মোহন ঘোষের পাদ স্পর্শে।আর সেই মাটিতে তরুন তুর্কী বিশিষ্ট সমাজসেবক তথা মাতলা-২ অঞ্চল যুব তৃণমূলের সভাপতি অরিত্র বোস অসহায় দুঃস্থ মানুষের কাছে ও পাশে দাঁড়িয়ে নিঃস্বার্থ ভাবে কাজ করে চলেছে।কখনও অসহায় রোগীকে ঔষধ তুলে দিচ্ছে।আবার দুঃস্থ পরিবার গুলিকে তুলে দিচ্ছে চাল,ডাল,আলু, সরষের তেল,সয়াবিন,শাক সবজি মাক্স, সাবান সহ বিভিন্ন খাদ্য সামগ্রী।অসহায় গরীব মানুষ গুলি দু হাত তুলে আশীর্বাদ করছে বিশিষ্ট সমাজসেবক তথা মাতলা-২ অঞ্চল যুব তৃণমূলের সভাপতি অরিত্র বোসকে।সারা বিশ্ব জুড়ে করোনা ভাইরাস থাবা বসিয়েছে।ভারতে দিনের পর দিন করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।বাড়ছে মৃত্যুরও সংখ্যা।এমনকি এ রাজ্যেও আক্রান্ত সংখ্যা বাড়ছে।ফলে সারা দেশ জুড়ে চলছে লকডাউন।আর এই লকডাউনে কর্মহীন হয়ে পড়েছে বহু মানুষজন।তবুও জালের ফাঁক দিয়ে তারা আকাশকে দেখে,স্বপ্ন দেখে।কবে উঠবে এই লকডাউন।
অসহায় রোগীকে ঔষধ তুলে দিচ্ছে বিশিষ্ট সমাজসেবক তথা মাতলা-২ অঞ্চল যুব তৃণমূলের সভাপতি অরিত্র বোস।ছবি -প্রতিবেদক। 


বিশিষ্ট সমাজসেবক তথা মাতলা-২ অঞ্চল সভাপতি অরিত্র বোস বলেন রাজারলাট ও পুরাতন চাঁদনী গ্রামে বেশীর ভাগ পরিবার জেলে সম্প্রদায়ের।এই অঞ্চলে বহু অসহায়  বৃদ্ধ ও বৃদ্ধা আছে।তাদের মধ্যে বহু রোগী আছে।তাই তাদের ঔষধের ব্যবস্থা  করা হচ্ছে।এই সমস্ত অসহায় রোগীদের ঔষধ তুলে দেওয়া হচ্ছে।পাশাপাশি কয়েকশো দুঃস্থ পরিবার গুলিকে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হচ্ছে।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্দশকে সামনে রেখে মানুষকে সঙ্গে নিয়ে কাজ করছি।

Post a Comment

0 Comments