গঙ্গাসাগরের অসহায় মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিনিধি | গগঙ্গাসাগর | দেশ তথা সমগ্র বিশ্ব জুড়ে চলছে করোনা ১৯ এর দাপট।সেই দাপট থেকে সাধারণ মানুষদের কে সুরক্ষিত রাখার জন্য রাজ্য ও কেন্দ্র সরকার একাধিক উদ্যোগ গ্রহণ করেছেন।পাশাপাশি দেশ জুড়ে জারি রয়েছে লকডাউন। সেই চরম সংকটময় পরিস্থিতিতে গঙ্গাসাগর বকখালি উন্নয়ন পর্ষদের ইঞ্জিনিয়ার এবং কর্মচারীবৃন্দ , কে.এম.ডি.এ - টেক্নোক্র্যটস এসোসিয়েশান এর ইঞ্জিনিয়ারদের সংগঠন তাদের বেতনের একাংশ ও কিছু সামাজিকভাবে শুভ বুদ্ধিসম্পন্ন মানুষের সহযোগিতায় এবং গঙ্গাসাগর বকখালি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান মাননীয় শ্রী বঙ্কিম চন্দ্র হাজরা মহাশয়ের সক্রিয় সহযোগিতায গঙ্গাসাগরের কিছু দুঃস্থ মানুষকে এই দুঃসময়ে খাদ্য সামগ্রী বিতরণ করলেন।
২৩০ জন টোটো চালক, ৭০ জন ডালা আরকেডের লোক, ৩০ জন কিয়স্কের লোক, ২০ জন সাধূ, ১২০ জন খুটি পাড়ার মৎস্য জীবি এবং আর ও কিছু দুঃস্থ্য লোকের সাহায্য করা হয়েছে ।মোট ৫০০ জন
দুস্ত কে এই খাদ্য সামগ্ৰী বিতরন্ করা হলো চলবে । লক ডাউন যত দিন দিন ধরে থাকবে ততদিন এই ত্রাণ সামগ্রী বিতরণ হবে ।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
0 Comments
Welcome