Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

মুখ্যমন্ত্রীর করোনা রিলিফ ফান্ডে অঙ্গন ওয়াড়ি কর্মী ও সহায়িকাদের এক লক্ষ টাকা দান

মুখ্যমন্ত্রীর করোনা রিলিফ ফান্ডে অঙ্গন ওয়াড়ি কর্মী ও সহায়িকাদের এক লক্ষ টাকা দান


নিজস্ব প্রতিনিধি  ,ক্যানিং -দেশ তথা সমগ্র বিশ্ব জুড়ে চলছে করোনা ১৯ এর দাপট।সেই দাপট থেকে সাধারণ মানুষদের কে সুরক্ষিত রাখার জন্য রাজ্য ও কেন্দ্র সরকার একাধিক উদ্যোগ গ্রহণ করেছেন।পাশাপাশি দেশ জুড়ে জারি রয়েছে লকডাউন। সেই চরম সংকটময় পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর কাছে সাহায্য চেয়ে একটি রিফিল ফান্ড তৈরী করেছেন করোনা ভাইরাস ১৯ মোকাবিলার জন্য।
মুখ্যমন্ত্রীর সেই মানবিক আবেদনে সাড়া দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং ১ ব্লকের অঙ্গন ওয়াড়ি কর্মী ও সহায়িকারা।
বৃহষ্পতিবার দুপুরে ক্যানিংয়ের একটি রাষ্ট্রায়াত্ত্ব ব্যাঙ্কের মাধ্যমে মুখ্যমন্ত্রীর করোনা রিলিফ ফান্ডে এক লক্ষ টাকা দান করেন ক্যানিং ১ ব্লকের অঙ্গন ওয়াড়ীকর্মী ও সহায়িকারা।
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা জানিয়েছেন আগামী দিনেও মুখ্যমন্ত্রীর মানবিক আবেদনে সাড়া দিয়ে তাঁর কর্মযঞ্জে সামিল হতে প্রস্তুত।

Post a Comment

0 Comments