সত্যিই অবাক করে দিলো
নুরসেলিম লস্কর, ক্যানিং
" মানুষ মানুষের জন্য " বহু প্রচলিত কথা টা আজ ব্যাস্তবে প্রমাণিত করে দিল ক্যানিং থানা পাড়ার বাসিন্দা অরূপ দত্ত ডাক নাম রানা।কারণ করোনার প্রভাবে দেশের অধিকাংশ ব্লাড ব্যাংক গুলোতে রক্তের অকাল অভাব দেখা দিয়েছে তার ব্র্যাতিক্রম নয় ক্যানিং মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংক ও এরই মধ্যে আজ সকালে ক্যানিং মহকুমা হসপিটালে আসে বছর এগারোর এক শিশু নাম তনুশ্রী চ্যাটার্জী, সে ভাগ্যের নিষ্ঠুর পরিহাসের ফলে থ্যালাসেমিয়া পেসেন্ট তার পনেরো দিন অন্তর অন্তর B+ গ্রূপের রক্ত দিতে হয় কিন্তূ ঐ গ্রূপের রক্ত ব্লাড ব্যাংকে না পেয়ে যখন তনুশ্রীর পরিবার দিশে হারা হয়ে ঘুরছে তখন তাদের সামনে দেবদূতের মতো এসে হাজির এই অরূপ দত্ত। তাঁর দেওয়া রক্তে আজ আবার হাসি মুখে বাড়ি ফিরলো তনুশ্রী,
তনুশ্রীর পরিবার অরূপ দত্ত কে ধন্যবাদ দিয়ে এ উপকারকে ছোট করতে না চাইলে ও তারা বলেন অরূপ বাবু যদি আজ সময় মতো না আসতো তাহলে আমাদের তনুশ্রীর এই হাসি টা হয়তো আমরা এখন দেখতে পেতাম না। তারা অরূপ বাবুর দীর্ঘায়ু কামনা করেন যাতে উনি এরকম অনেক তনুশ্রীর মুখে হাসি ফেরাতে পারে। তাই তনুশ্রীর পরিবারের শুভকামনার পাশাপাশি সুন্দরবন টিভি - পক্ষ থেকেও কুর্নিশ জানাই অরূপ দত্ত মহাশয় কে।
0 Comments
Welcome