Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

লকডাউনের মধ্যে বাসন্তীতে নাবালিকার বিয়ে আটকালো পুলিশ

লকডাউনের মধ্যে বাসন্তীতে নাবালিকার বিয়ে আটকালো পুলিশ


নিজস্ব প্রতিনিধি |  বাসন্তী | শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তী ব্লকের ৭নং গরানবোস গ্রামের এক নাবালিকা মেয়ের বিয়ে আটকালো পুলিশ। বাসন্তীর ৭নং গরানবোস গ্রামের বাসিন্দা ফরিদ আলী শেখ তার ১৬ বছরের নাবালিকা মেয়ে রুবিনা শেখের ( পরিবর্তিত নাম) সাথে বিয়ের আয়োজন করেন পাশের গ্রামের এক ব্যবসায়ীর ছেলের সাথে। ৮নং গরানবোস গ্রামের যুবক সাবির লস্কর চুপিসারে লকডাউনের মধ্যে নাবালিকা পাত্রীর সাথে বিয়ে সেরে ফেলতে চেয়েছিলেন প্রশাসনের নজর এরিয়ে।গোপন সুত্রে খবর পেয়ে চাইল্ড লাইন, সেচ্ছাসেবী সংগঠন ওয়ার্ল্ড ভিশন ইণ্ডিয়া, জয়েন্ট বিডিও ও বাসন্তী থানার পুলিশ সকলেই একসাথে যৌথ অভিযান চালিয়ে নাবালিকার বিয়ে বন্ধ করেন।

নাবালিকার বাবা পুলিশকে লিখিত মুচলেখা জানিয়েছেন মেয়ের বয়স আঠারো বছর না হওয়া পর্যন্ত মেয়েকে পড়াশোনা করাবেন এবং আঠারো  বছর পেরিয়ে গেলে প্রশাসনকে জানিয়ে মেয়েকে বিয়ে দেবেন বলে জানিয়েছেন।


বিজ্ঞাপন

https://docs.google.com/forms/d/e/1FAIpQLScy0lNLsgjxOW4-kpYsGxajrYsRp9OY2G4OmdNFQdw6YHRCqA/viewform

Post a Comment

0 Comments