গ্যাসের সিলিন্ডার নিতে গ্রাহকদের ভীড় জমছে, সচেতন ডিলাররা
নুরসেলিম লস্কর | ক্যানিং | করোনা ভাইরাসের কারণে গোটা দেশে লগডাউন চলছে আর তার ফলে সাধারণ নাগরিক থেকে শুরু করে সমাজের উচ্চ স্তরের মানুষজন এখন ঘরবন্দি। ঠিক তখই ডাক্তার, নার্সদের মতন জীবনের ঝুঁকি নিয়ে প্রধান মন্ত্রীর নিদ্দেশ অনুযায়ী এমার্জেন্সি সার্ভিস দিতে হচ্ছে গ্যাস এজেন্সিদের। প্রধান মন্ত্রীর গরিব কল্যাণ যোজনায় ফ্রী গ্যাস নিতে ডিলারদের অফিস গুলোতে দিন দিন বাড়ছে ভিড়। আজ সকালে ক্যানিং এর মাতলা এল পি জি গ্রামীণ বিতরক গ্যাস অফিসে গ্রাহক ও স্টাফেদের সুরক্ষার জন্য সম্পূর্ণ অফিস কে সানিটাইজ করলো মাতলা গ্যাসের ডিলার সাবির হোসেন সরদার । তিনি জানান অফিসে আশা সকল গ্রাহক কে সানিটাইজ দিয়ে হাত পরিষ্কার করানো হচ্ছে এবং এরকমভাবে সানিটাইজ রোজ করা হচ্ছে অফিসে।
0 Comments
Welcome