গুলি চলছে ঝাড়গ্রাম পুলিশ লাইনে
গুলি চলছে ঝাড়গ্রাম পুলিশ লাইনে। অস্ত্রাগারের দায়িত্বে থাকা কনস্টেবল বিনোদ সিং আগ্নেয়াস্ত্র হাতে বেশ কয়েকজন পুলিশ কর্মী ও আধিকারিককে পণবন্দী করেছে বলে খবর। ভবনের ছাদ উঠে ইতোমধ্যে ৪০ রাউন্ডের মতো গুলিও চালায় ওই পুলিশ কর্মী। পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে। নিয়ে আসা হয়েছে বুলেটপ্রুফ গাড়ি। পণবন্দিদের উদ্ধারের প্রয়াস চলছে।
খবরের সৌজন্য - আকাশবাণী কোলকাতার ফেসবুক পেজ।
0 Comments
Welcome