Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

বাঘের আক্রমণে নিখোঁজ মৎস্যজীবীর হতদরিদ্র পরিবারের পাশে সুন্দরবনের অমল

বাঘের আক্রমণে নিখোঁজ মৎস্যজীবীর হতদরিদ্র পরিবারের পাশে সুন্দরবনের অমল



নিজস্ব প্রতিনিধি  ,ক্যানিং -চলছে লকডাউন।ফলে ইচ্ছা থাকলেও নিরুপায়।বর্তমান সময়ে দাঁড়িয়ে দুটি নদী পারাপার হয়ে প্রত্যন্ত সুন্দরবনের জেমসপুরে যাওয়া অসম্ভব। তবে তা বলে কোন বাধার কাছে হার মানতে নারাজ।নিজেই উদ্যোগ নিয়ে বাঘের আক্রমণে নিখোঁজ দরিদ্র মৎস্যজীবীর পরিবারের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সমাজসেবী তথা শিক্ষক অমল নায়েক।

জীবন জীবীকার তাগিদে পরিবারের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য জীবনের ঝুঁকি নিয়ে প্রশাসনের নজর এড়িয়ে সুন্দরবনের জঙ্গলে  মধু ভাঙতে গিয়েছিলেন গোসাবা ব্লকের জেমসপুরের বাসিন্দা রথীন সরকার।জঙ্গলে যখন মধু সংগ্রহের কাজ করছিলেন তখন সবার অলক্ষ্যে সুন্দরবন জঙ্গেল একটি বাঘ রথীন কে আক্রমণ করে। ঘাড়ে থাবা বসিয়ে জঙ্গলের মধ্যে নিয়ে চলে যায়।খোঁজ পাওয়া যায় নি।নিরুপায় হয়ে সঙ্গী সাথীরা গ্রামে ফিরে আসে।পরিবারের একমাত্র উপার্জনকারীর নিখোঁজ সংবাদ পেয়ে অসহায় হয়ে পড়ে দরিদ্র পরিবার টি। বিধবা হলেন কুন্তলা সরকার! অর্ধ অনাথ হল মাধ্যমিক পরীক্ষার্থী রথীন সরকারের কন্যা ভাস্বতী ও পুত্র অষ্টম শ্রেণীর কৌশিক সরকার।সমগ্র পরিবার টি দিশেহারা হয়ে পড়েন। পড়াশোনাও অনিশ্চিত হয়ে যায়।

মঙ্গলবার দুপুরে পাখিরালয়ের সর্বরঞ্জন মন্ডলর মতো বিশিষ্টজনের দ্বারা সাহায্যের হাত বাড়িয়ে দেন সমাজসেবী তথা শিক্ষক অমল নায়েক। তুলেদেন পর্যাপ্ত পরিমাণ খাদ্য সামগ্রী ও নগদ চার হাজার টাকা। সমাজসেবী অমল বাবু জানিয়েছেন “সাময়িক ভাবে অসহায় পরিবারের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। আগামী দিনে যাতে করে রথীন সরকারে মেয়ে ভাস্বতী ও ছেলে কৌশিক সরকার পড়াশোনা করতে পারে তার জন্য সমস্ত রকম সাহায্য সহযোগিতা করবেন।”

Post a Comment

0 Comments