Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

সরকারি স্কুল গুলোর দেখানো পথে হাঁটলো এবার বেসরকারি স্কুল

সরকারি স্কুল গুলোর দেখানো পথে হাঁটলো এবার বেসরকারি স্কুল 


নুরসেলিম লস্কর - বাসন্তী  

করোনার প্রভাবে সমগ্র দেশ জুড়ে চলেছে লগডাউন এর ফলে বন্ধ স্কুল, কলেজ থেকে শুরু করে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। তাই সরকারি নিদ্দেশ মতন যখন সরকারি স্কুল গুলো তাদের ছাত্র ছাত্রীদের প্রাপ্য মিড-ডে মিলের চাল, ডাল, আলু অভিভাবকদের হাতে তুলে দিচ্ছেন।  তেমনই সোমবার সকালে সোশ্যাল ডিসট্যান্স বজায় রেখে পত্যন্ত সুন্দরবনের চোরাডাকাতিয়া গ্রামের পানিখালী রুরাল ডেভলভমেন্ট সোসাটির পরিচালিত আলোর দিশা সেন্টার স্কুলের প্রায় 350 জন ছাত্র ছাত্রীর অভিভাবকের হাতে ও 10 জন শিক্ষক শিক্ষিকার হাতে চাল, ডাল, আলু, সয়াবিন, বিস্কুট সহ অন্যান্য রেশন সামগ্রিক তুলে দিলেন সোসাইটির কর্মকর্তারা। এই রেশন সামগ্রীক নিতে আশা এক অভিভাবক জানান "দেশ জুড়ে লগডাউন চলার ফলে আমাদের এখন কোনো কাজ নেই। আর কাজ না থাকায় আমাদের এখন অনাহারে দিন কাটছে। আজকে যে চাল, ডাল, পেলাম তাতে আমাদের কিছুটা হলেও সুরাহা হবে কয়েকদিন।" আলোর দিশা সেন্টারের  স্কুলের শিক্ষক রাজীব মন্ডল বলেন - "সরকারি স্কুলের মতন আমাদের এই স্কুলের ছাত্র ছাত্রী দের কাছ থেকে আমরা সারা বছর কোনো ফি নেওনা হয়না। সারা বছর ছাত্র ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি আমরা সকল ছাত্র ছাত্রীদের স্কুলের ড্রেস, খাতা, বই, সহ মেধাবী ছাত্র ছাত্রীদের স্কলারশীপ ব্যবস্থা ও করা হয় আমাদের সোসাইটির পক্ষ থেকে।

Post a Comment

0 Comments