রেশন কার্ড হীন অসহায় পরিবার দের পাশে, মাতলা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান
নুরসেলিম লস্কর
দেশ জুড়ে চলছে লগডাউন, আর এই চলতে থাকা লগডানের ফলে দিন আনা দিন খাওয়া গরিব পরিবার গুলির পাশে ইতিমধ্যে রাজ্য সরকার ও কেন্দ্র সরকার দাঁড়িয়েছে।সরকারের ঘোষণা মতো সমস্ত রেশন দোকান গুলি থেকে রেশন কার্ড আছে এমন পরিবারের প্রত্যেক সদস্যের মাথা পিছু চাল, ডাল দেওয়া শুরুও হয়েগেছে, কিন্তূ এমন অনেক পরিবার আছে যাদের অবস্থা রেশন কার্ড আছে তাদের থেকে ও খারাপ।সেই রকম প্রায় 150 পরিবারের হাতে চাল, ডাল, সয়াবিন ইত্যাদি রেশন সামগ্রিক তুলে দিলেন মাতলা 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা মাতলা বাসীর সুখদুঃখের সাথী উত্তম দাস।
রেশন কার্ড নেই এমনি একজন ত্রাণ নিতে আসা ব্যাক্তি কে রেশন কার্ড নেই কেন ? তা জানতে চাইলে তিনি বলেন ' আমরা বারবার ফর্ম ফিলাপ করে জমা দেওয়ার পরও কেন আমাদের রেশন কার্ড আসছে না, তা আমরা কিভাবে বলবো বলুন, কিন্তূ আমাদের এই সমস্যার কথা শুনে আমাদের প্রধান সাহেব যে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে এতে আমরা খুশি '
এ প্রসঙ্গে মাতলা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান উত্তম দাস জানান ' কালকে সন্ধ্যায় আমার কাছে এই খবর টা আসে যে অনেক গরিব পরিবারের এখনো রেশন কার্ড না থাকায় তারা রেশন পাচ্ছে না, তখনই আমি ঠিক করি এই পরিবার গুলোর পাশে দাঁড়ানোর কথা। সেই মতো আজ আমরা এই কাজটা করলাম, এবং লগডাউন ওঠার পর এই পরিবার গুলোর রেশন কার্ড করে দেওয়ার ও চেষ্টা করবো '।
0 Comments
Welcome