Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

প্রশাসনের তৎপরতায় বাইরের জেলা থেকে সুন্দরবনের পরিযায়ী শ্রমিকরা ফিরল ক্যানিংয়ে

প্রশাসনের তৎপরতায় বাইরের জেলা থেকে সুন্দরবনের পরিযায়ী শ্রমিকরা ফিরল ক্যানিংয়ে

ক্যানিং|রবিবার দুপুরে প্রশাসনের তৎপরতায় রাজ্যের দার্জিলিং ও বীরভূম জেলা ২ টি বাসে করে ৬৪ জন পরিযায়ী শ্রমিক ২ টি বাসে করে ফিরল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-১ ব্লকের কর্মতীর্থ কোয়ারেন্টাইন সেন্টারে। দার্জিলিং থেকে ৫৩ জন এবং বীরভূম থেকে ১১ জন পরিযায়ী শ্রমিকে ঠাকুরপুকুরে নিয়ে যাওয়া হয় শারীরিকভাবে পরীক্ষা -নিরীক্ষা করার জন্য।যে সমস্ত শ্রমিকরা যে জেলা থেকে তারা এসেছে সেটি সরকারিভাবে গ্রীন জোন হলেও তবুও করোনার আশংকা থেকেই যায়।সেই আশঙ্কা থেকে তাদেরকে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।তবে দার্জিলিং জেলার ৫৩ জন পরিযায়ী শ্রমিকের নালা রস নেওয়া হয়।বাকী বীরভূম জেলার ১১ জন পরিযায়ী শ্রমিকের নালা রস সংগ্রহ করা হবে আগামী কাল।এরপর তাদের ক্যানিং কর্মতীর্থ কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে আসা হয়।সেখানে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করে তাদের ব্লক কোয়ারেন্টাইনে পাঠানো হয়।  প্রতিনিয়ত নজর রাখা হচ্ছে  এই সব শ্রমিকদের উপরে।তবে এদিন শুধু পুরুষরা নয় বেশ কয়েকজন মহিলা শ্রমিককেও দেখা যায়।এদিকে এলাকায় ফিরতে পেরে কিছুটা হলেও স্বস্তির হওয়া এসব শ্রমিকদের মধ্যে।

Post a Comment

0 Comments