ভীন্ন রকমের শ্রমিক দিবস পালন কুলতলী মিলনতীর্থ সোসাইটির
নুরসেলিম লস্কর, বাসন্তী
বিশ্ব জুড়ে চলছে করোনার তান্ডব বাদ নেই আমাদের দেশ। রাজ্যের শহর থেকে শুরু করে পত্যন্ত সুন্দরবনেও, এই করোনার প্রভাবে। সমগ্র দেশে এখন চলছে লকডাউন। লকডাউনের প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে শ্রমিকশ্রেণী। কারণ লকডাউনের ফলে তাদেরকেও সমাজের অন্য স্তরের মানুষের মতন ঘরবন্দী থাকতে হচ্ছে সরকারি নির্দেশ মেনে। ঘরবন্দী থাকায় তাদের যখন সংসারে টানাপড়ন চলছে ঠিক তখনই কুলতলী মিলনতীর্থ সোসাইটি আন্তর্জাতিক শ্রমিক দিবস কে বেছে নিয়েছে। এই অবহেলিত, নিপিড়িত, অসহায় মানুষগুলির পাশে দাঁড়ানোর জন্য, সেইমতো শুক্রবার সকাল থেকে কুলতলী মিলনতীর্থ সোসাইটি প্রায় 600 জন শ্রমিকের হাতে একসপ্তাহ চলার মতন চাল, ডাল, আলু থেকে শুরু করে তেল, সাবানের ন্যায় রেশন সামগ্রিক তুলে দেন। এ ছাড়াও এখন চলছে ইসলাম ধৰ্মালম্বীদের প্রবিত্র রমজান সেই উপলক্ষেও ইসলাম ধর্মালম্বী শ্রমিক দের হাতে তুলে দেওয়া হয় ছোলা, চিনি থেকে শুরু করে ইফতারের সামগ্রি।শ্রমিকদের এই সাহায্যের বিষয়ে জানতে চাইলে সোসাইটির কর্ণধার লোকমান মোল্লা সাহেব জানান "আপনারা জেনে থাকবেন হয়তো আমাদের দেশে যখন থেকে এই বিপর্যয়ের সৃষ্টি হয়েছে সেই মার্চের 22 তারিখ থেকে আমরা আমাদের এই পিছিয়ে পড়া সুন্দরবন বাসির পাশে আছি আমরা প্রথমে আমাদের ক্যানিং সাব ডিভিশনের সমস্ত হাসপাতালের ডাক্তার, নার্সও স্বাস্থ্য কর্মীদের হাতে মাস্ক, স্যানিটাইজার, এছাড়াও PPE তুলে দিয়েছি সেই সঙ্গে আমাদের সাবডিভিশনের সমস্ত থানার পুলিশ কর্মীদের হাতে ও এই জরুরি পণ্যগুলি তুলে দিয়েছি।
আর আজকে আন্তর্জাতিক শ্রমিক দিবস তাই আমরা ঠিক করলাম যে আমাদের শ্রমিকদের পাশে দাঁড়াতে হবে সেই মতো আমাদের সোসাইটির অন্যতম সদস্য তপন দিন্দা মহাশয়ের সহায়তায় আজ আমরা প্রায় 600 জন শ্রমিকের হাতে এই রেশন সামগ্রিক তুলে দিতে পেড়েছি। " তিনি এও জানান যে ভবিষ্যতেও শ্রমিকদের৷ পাশে দাঁড়াতে এগিয়ে আসবেন কুলতলী মিলন তীর্থ সোসাইটি।
0 Comments
Welcome