Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

পানীয় জলের সমস্যা মেটাতে এগিয়ে এলেন পঞ্চায়েত প্রধান

পানীয় জলের সমস্যা মেটাতে এগিয়ে এলেন পঞ্চায়েত প্রধান 

নুরসেলিম লস্কর   | বাসন্তী

একের পর এক বিপদ পিছু ছাড়ছে না সুন্দরবনের বাসন্তীর চোরাডাকাতিয়া গ্রামের মানুষদের, দেশ জুড়ে চলছে লগডাউন তার মধ্যে কিছু দিন আগে মাতলা নদীর বাঁধ ভেঙে চোরাডাকাতিয়া গ্রাম সহ আসে পাশের বেশ কয়েকটি গ্রাম ও  ক্ষতিগস্ত হয়। চাষের জমি থেকে শুরু করে পানীয় জলের টিউবয়েল গুলিও। পানীয় জলের জন্য কিছু দিন আগে রাস্তা অবরোধও করে এই গ্রামের মানুষজন, এলাকা বাসীর দাবি ' নদীর জল ঢুকে নষ্ট হওয়া টিউবওয়েল গুলো অবিলম্বে ঠিক করে দিতে হবে  পরে যদিও প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিয়েছিল তারা। তার মধ্যে আবার যে টিউবওয়েল গুলো ভালো ছিল তার মধ্যে একটা হঠাৎ খারাপ হয়ে পড়ে। সেই খবর স্থানীয় পঞ্চায়েত প্রধান ইউসুফ মোল্লার কাছে গেলে তিনি সঙ্গে সঙ্গে লোক পাঠিয়ে ঠিক করিয়ে দেয়। প্রধান সাহেবের এই সক্রিয়তায় খুশি এলাকার মানুষ।  এই এলাকায় কবে পানীয় জলের সমস্যা মিটবে তা জানতে চাইলে ফুলমালঞ্চ অঞ্চলের প্রধান ইউসুফ মোল্লা বলেন ' এখন লগডাউন চলার ফলে মিস্ত্রী ও লেবার পাওয়া যাচ্ছে না তার জন্য কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষদের, তবে আসা করছি তাড়াতাড়ি সব সমস্যার সমাধান হয়েযাবে '।

Post a Comment

0 Comments