রমজান উপলক্ষ্যে ইফতার বিতরণ
নুরসেলিম লস্কর
দেশ জুড়ে রোজ বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা, বাদ নেই আমাদের রাজ্য ও আর এই মারণ রোগের হাত থেকে বাঁচতে দেশ জুড়ে চলছে লগডাউন আর লগডাউনের মধ্যে শুরু হয়েছে মুসলিম সম্প্রদায়ের প্রবিত্র রমজান মাস। ভোর বেলাতে কিছু খাওয়ার পর থেকে উপবাসের শুরু হয় আর শেষ হয় সন্ধ্যায়, সেহেতু সারাদিন উপস করার পর তো একটু ভালোমন্দ খাওয়া দরকার কিন্তূ যাদের ঠিকমতো দুমুঠো ভাত জোটেনা তাদের আবার ভালোমন্দ ! তাই এই ধর্মালম্বী অসহায় মানুষ গুলোর পাশে এসে দাঁড়াতে দেখা গেল মাতলা ২নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান উত্তম দাস কে। তিনি সোমবার সকালে প্রায় ৩০০ অসহায় ধর্মালম্বী মানুষ সহ আরও ১০০ মুখওবধির দের হাতে তুলে দিলেন ছোলা, চিনি,আপেল, শসা ইত্যাদি ইফতার সামগ্রিক।এর আগে তিনি কখনো রেশন কার্ড না পাওয়া পরিবারের পাশে দাঁড়িয়েছে তো কখনো দাঁড়িয়ে না খেতে পাওয়া পরিবার গুলির পাশে। তিনি সদা ব্যাস্ত মাতলা বাসীর উন্নয়নে, আর এইভাবে তিনি কখন যে মাতলা বাসীর উত্তম নেতা হয়ে উঠেছেন তা তিনি নিজেও জানেন না।ইফতার নিতে আসা নঈম মোল্লা বলেন ' উত্তম বাবু আছেন মানে আমরা জানতাম আমাদের কিছু একটা ব্যবস্থা হবে, উনি আমাদের কাছে দেবদূত '।এ বিষয়ে উত্তম দাস বলেন ' মানুষের জন্য কাজ করতে আমি ভালোবাসি, এরকম কাজ করলে আমার যেন তৃপ্তি বোধ হয় তাই যতটা সম্ভব হয় করি '।
0 Comments
Welcome