Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

বিধায়কের উদ্যোগে ত্রাণ বিলি

বিধায়কের উদ্যোগে ত্রাণ বিলি


নিজস্ব প্রতিনিধি,ক্যানিং -চলছে করোনার দাপট। চলছে লকডাউন।শুরু হয়েছে ত্রাহি ত্রাহি বর।সাধারণ মানুষজন পড়েছেন মহাবিপাকে।দিন কাটাচ্ছেন অর্ধাহারে কখনও বা অনাহারে।সমস্যা সমাধানের উদ্যোগ নিয়ে পথে নামলেন এলাকার বিধায়ক। বিধায়ক বিশ্বনাথ দাসের উদ্যোগে বিলি হল ত্রাণ।রবিবার সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার
জয়নগর দু'নম্বর ব্লকের ময়দা অঞ্চলের বটতলা গ্রামের ১৩৮ নম্বর বুথে এলাকার বিধায়ক বিশ্বনাথ দাস ৪০০ দুঃস্থ পরিবারের হাতে তুলে দিলেন পর্যাপ্ত পরিমাণ খাদ্য সামগ্রী।
এদিন খাদ্য সামগ্রী বিতরনের সময় জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাসের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ সদস্যা মহামায়া নস্কর, ময়দা তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি আব্দুল লতিফ লস্কর,ময়দা অঞ্চল তৃণমূল কংগ্রেস জয় হিন্দ বাহিনীর সভাপতি মনিরুল সাঁপুই সহ অন্যান্য বিশিষ্টরা।

Post a Comment

0 Comments