সুন্দরবনের মানুষ বাঁচতে চায়
প্রশান্ত সরকার | ঝড়খালী | দক্ষিণ 24 পরগনা জেলার বাসন্তী ব্লকের ঝড়খালি বিবেকানন্দ পল্লী গ্রামের মানুষের নজিরবিহীনভাবে গ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ দেখাচ্ছেন। বর্তমান সময়ে সুন্দরবনের পরিস্থিতি ভয়াবহর দিকে এগিয়ে চলেছে। প্রতিমুহূর্তে ঘটছে বিপদ সুন্দরবনের উপর।কখনো নদীতে মাছ, কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে প্রাণ হারাতে হচ্ছে। কখনো বা নদীর বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকে মাঠের ফসল নষ্ট হয়ে যাচ্ছে।
কখনো আবার প্রাকৃতিক দুর্যোগের কারণে ঘরবাড়ি ভেঙে সর্বস্বান্ত হয়ে যাচ্ছেন সাধারণ মানুষ। সমস্ত প্রাকৃতিক দুর্যোগ ও বাধা বিপত্তি কাটিয়ে গ্রামকে নতুন দিশা দেখাতে চাই সুন্দরবনের ঝড়খালীর গ্রামের মানুষ। লকডাউনের জেরে সমস্ত যোগাযোগ ব্যাবস্থা বন্ধ হয়ে গেছে। ফলে অনেকের কাছে এই সময়ে সবথেকে বেশি প্রয়োজনীয় মাস্ক, স্যানিটাইজার এখনো প্রর্যন্ত পর্যাপ্ত পরিমাণে পৌছাতে পারেনি। এই পরিস্থিতিতে গ্রামের মহিলারা এগিয়ে এসেছেন। নিজেদের উদ্যোগে গ্রামে গ্রামে তৈরি হচ্ছে মাস্ক। সেই মাস্ক গ্রামের সকলের মধ্যেই বিতরণ হচ্ছে বিনামূল্যে। এখানেই থেমে নেই গ্রামের মানুষ।
নিজেদের মধ্যে চালু করেছেন বিনিময় প্রথা। গ্রামের মানুষ ভাবছেন টাকা-পয়সার লেনদেন করলে ভাইরাস আক্রমণ করতে পারে সেই কারণে গ্রামের মানুষ নিজেদের মধ্যে বিনিময় প্রথা চালু করেছেন। কেউ বাগানে সবজি অন্যকে দিচ্ছেন ডিমের বিনিময়ে। কেউ আবার মাছ দিয়ে মুরগী নিচ্ছেন। কেউ আবার চাল দিয়ে ডাল নিচ্ছেন। এমনিভাবে গ্রামের মধ্যে নেজেদের নিত্য প্রয়োজনীয় জিনিস গুলো আদান-প্রদান করছেন। আদি নিয়ম নতুনভাবে চালু হওয়াতে গ্রামের মানুষের মধ্যে সম্প্রীতি ও ঐক্য তৈরি হচ্ছে। এই বিনিময় প্রথা আগামী দিনে নতুন ভারতের বা ভাইরাসমুক্ত ভারতের প্রদর্শক হতে পারে।
0 Comments
Welcome