ঝড় মোকাবিলা ১০০ দিনের কাজে শ্রমিকদের নিয়ে গড়া হল 'বিপর্যয় মোকাবিলা বাহিনী'
ক্যানিং|সোমবার দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ক্যানিং-১ ব্লকে এমজিএনআরইজিএ প্রকল্পের আমফান ঘূর্ণিঝড় মোকাবিলা করতে ১০০ দিনের কাজে'যুক্ত শ্রমিকদের নিয়ে সুন্দরবনে গঠন করা হল উদ্ধার 'বিপর্যয় মোকাবিলা বাহিনী'।
শুধু দক্ষিণ ২৪ পরগনা নয়, রাজ্যে এই ধরণের উদ্যোগ প্রথম। ক্যানিং-১ ব্লকের নিকাটিঘাটা গ্রাম পঞ্চায়েত এলাকার ৫০ জন শ্রমিক কে নিয়ে গড়া হয়েছে এই উদ্ধারবাহিনী। এই বাহিনীর সদস্যরা মূলত নদী সংলগ্ন এলাকার বসবাসকারী। ম্যানগ্রোভ জঙ্গল এবং নদীজীবী, শারীরিক ভাবে খুবই শক্তিশালী। ঝড়ে কেউ গাছ বা বাড়ি চাপা পড়লে কিংবা বাঁধ ভাঙলে এরাই উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়বেন।
প্রয়োজনে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যাবেন তারা।এদিন ১০০ দিনের কাজে শ্রমিকরা তাঁরা নদী এলাকা পাহারা দিতে শুরু করেছেন।জেলার এমজিএনআর ইজিএ দফতের জেলা প্রকল্প আধিকারিক সৌরভ চট্টোপাধ্যায়ের উদ্যোগে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।
ক্যানিং|সোমবার দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ক্যানিং-১ ব্লকে এমজিএনআরইজিএ প্রকল্পের আমফান ঘূর্ণিঝড় মোকাবিলা করতে ১০০ দিনের কাজে'যুক্ত শ্রমিকদের নিয়ে সুন্দরবনে গঠন করা হল উদ্ধার 'বিপর্যয় মোকাবিলা বাহিনী'।
শুধু দক্ষিণ ২৪ পরগনা নয়, রাজ্যে এই ধরণের উদ্যোগ প্রথম। ক্যানিং-১ ব্লকের নিকাটিঘাটা গ্রাম পঞ্চায়েত এলাকার ৫০ জন শ্রমিক কে নিয়ে গড়া হয়েছে এই উদ্ধারবাহিনী। এই বাহিনীর সদস্যরা মূলত নদী সংলগ্ন এলাকার বসবাসকারী। ম্যানগ্রোভ জঙ্গল এবং নদীজীবী, শারীরিক ভাবে খুবই শক্তিশালী। ঝড়ে কেউ গাছ বা বাড়ি চাপা পড়লে কিংবা বাঁধ ভাঙলে এরাই উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়বেন।
প্রয়োজনে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যাবেন তারা।এদিন ১০০ দিনের কাজে শ্রমিকরা তাঁরা নদী এলাকা পাহারা দিতে শুরু করেছেন।জেলার এমজিএনআর ইজিএ দফতের জেলা প্রকল্প আধিকারিক সৌরভ চট্টোপাধ্যায়ের উদ্যোগে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।
0 Comments
Welcome