আমফান বিদ্ধস্ত সুন্দরবনের মানুষের পাশে জননেতা উত্তম দাস
নুরসেলিম লস্কর
আমফানের কবলে পড়ে সমগ্র সুন্দরবন ধ্বংস স্তুপে পরিণত হয়েগেছে, কয়েক ঘণ্টার মধ্যে সব শেষ করে দিয়েছে আমফান নেই মাথার উপরের ছাদ নেই খাবার, করোনা ও আমফান এই জোড়া বিপর্যয়ে দিশে হারা সুন্দরবনের মানুষ।এইরকম প্রায় ৩০০ অসহায় মানুষের পাশে এসে দাঁড়ালেন মাতলা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান উত্তম দাস। তিনি তাদের হাতে টিপল ও কিছু খাবার তুলে দেন। এ বিষয়ে উত্তম দাস বলেন ' সরকার কবে কি করবে ঠিক নেই তাই এই অসহায় মানুষ গুলো কোথায় যাবে? কি করবে? তাই আমার সামর্থ মতো যতটা সম্ভব তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি '।
নুরসেলিম লস্কর
আমফানের কবলে পড়ে সমগ্র সুন্দরবন ধ্বংস স্তুপে পরিণত হয়েগেছে, কয়েক ঘণ্টার মধ্যে সব শেষ করে দিয়েছে আমফান নেই মাথার উপরের ছাদ নেই খাবার, করোনা ও আমফান এই জোড়া বিপর্যয়ে দিশে হারা সুন্দরবনের মানুষ।এইরকম প্রায় ৩০০ অসহায় মানুষের পাশে এসে দাঁড়ালেন মাতলা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান উত্তম দাস। তিনি তাদের হাতে টিপল ও কিছু খাবার তুলে দেন। এ বিষয়ে উত্তম দাস বলেন ' সরকার কবে কি করবে ঠিক নেই তাই এই অসহায় মানুষ গুলো কোথায় যাবে? কি করবে? তাই আমার সামর্থ মতো যতটা সম্ভব তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি '।
0 Comments
Welcome