Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

মাতলা অঞ্চলে মাছ ফলমূল বিতরণ

মাতলা অঞ্চলে মাছ ফলমূল বিতরণ 

ক্যানিং|মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ক্যানিং-১ ব্লকের মাতলা-২ অঞ্চলের বিভিন্ন এলাকায় মাতলা-২ অঞ্চলের যুব তৃণমূলের সভাপতি অরিত্র বোসের নেতৃত্বে বেশ কয়েক জন তৃণমূল কর্মী সমর্থক প্রায় ১০০ টি সংখ্যালঘু সম্প্রদায়ের পরিবারের হাতে মাছ,বিভিন্ন প্রজাতির ফলমূল তুলে দেন।পাশাপাশি তুলে দেন চাল,ডাল,আলু,সরষের তেল,সয়াবিন,ডিম,শাক সবজি সহ বিভিন্ন খাদ্য সামগ্রী।বর্তমানে পবিত্র রমজান মাস শুরু হয়েছে।সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন ঘরে বসে পালন করছে পবিত্র রমজান।এদিকে সারা বিশ্ব জুড়ে করোনা ভাইরাস থাবা বসিয়েছে।ভারতে দিনের পর দিন করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।বাড়ছে মৃত্যুরও সংখ্যা।সারা দেশে জুড়ে চলছে লকডাউন।

ফলে সাধারণ মানুষজন ঘরবন্দি।আর এই লকডাউনে কর্ম হীন হয়ে পড়ে বহু মানুষজন।এমনি অবস্থায় এগিয়ে এলেন মাতলা-২ অঞ্চলের যুব তৃণমূলের সভাপতি অরিত্র বোস।তার নেতৃত্বে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হল প্রায় একশোটি সংখ্যালঘু সম্প্রদায়ের পরিবারকে।ফলে খুশি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন।মাতলা-২ অঞ্চলের যুব তৃণমূলের সভাপতি অরিত্র বোস বলেন সারা দেশ জুড়ে চলছে লকডাউন।এদিকে শুরু হয়েছে পবিত্র রমজান মাস।ফলে প্রায় একশোটি সংখ্যালঘু সম্প্রদায়ের পরিবারের হাতে তুলে দেওয়া হল মাছ,ফলমূল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য যুব তৃণমূলের সভাপতি অভিষেক ব্যানার্জীর আর্দশকে সামনে রেখে মানুষকে সঙ্গে নিয়ে এই উদ্যোগ।

Post a Comment

0 Comments