ওল গাছে, ফুল !
নুরসেলিম লস্কর, বাসন্তী
ওল গাছে ফুল ! হ্যাঁ এই আশ্চর্য ঘটনা টি ঘটেছে বাসন্তী ব্লকের চোরাডাকাতিয়া গ্রামে, রীতিমতো ভিড় জমছে এই ওল গাছের ফুল দেখার জন্য, ফুল দেখতে আসা বাচ্চা থেকে শুরু করে অনেক বয়স্করা ও বলছেন ' ওল গাছের এমন ফুল তারা কখনো দেখেনি '।
এই ঘটনা টি যে বাড়িতে ঘটেছে সেই বাড়ির মালিক এক্তার মোল্লা বলেন ' সচার আচার যেমন ওল বসানো হয় তেমনই এই ওল টা বসিয়েছিলাম আমি, কিছু দিন যাওয়ার পর দেখছি গাছের পাতা না হয়ে শুধু একটা ফুলের মতো কিছু একটা হচ্ছে পরে বড়ো হতে দেখা গেল ফুলই হয়েছে ওটা '।
নুরসেলিম লস্কর, বাসন্তী
ওল গাছে ফুল ! হ্যাঁ এই আশ্চর্য ঘটনা টি ঘটেছে বাসন্তী ব্লকের চোরাডাকাতিয়া গ্রামে, রীতিমতো ভিড় জমছে এই ওল গাছের ফুল দেখার জন্য, ফুল দেখতে আসা বাচ্চা থেকে শুরু করে অনেক বয়স্করা ও বলছেন ' ওল গাছের এমন ফুল তারা কখনো দেখেনি '।
এই ঘটনা টি যে বাড়িতে ঘটেছে সেই বাড়ির মালিক এক্তার মোল্লা বলেন ' সচার আচার যেমন ওল বসানো হয় তেমনই এই ওল টা বসিয়েছিলাম আমি, কিছু দিন যাওয়ার পর দেখছি গাছের পাতা না হয়ে শুধু একটা ফুলের মতো কিছু একটা হচ্ছে পরে বড়ো হতে দেখা গেল ফুলই হয়েছে ওটা '।
0 Comments
Welcome