আমফানের স্মৃতি উস্কে রাজ্য জুড়ে আবারও শুরু ঝড়, বৃষ্টি
নুরসেলিম লস্কর
আমফানের আতঙ্ক না কাটিয়ে উঠতে উঠতে সমগ্র রাজ্য জুড়ে আবারও শুরু ঝড়, বৃষ্টি. বুধবার সন্ধ্যার কালবৈশাখী দেখে আতঙ্কিত হয়ে পড়ে সাধারণ মানুষ, উস্কে ওঠে দগ্ধ আমফানের সেই ভয়ানক স্মৃতি।আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা সহ রাজ্যের একাধিক জেলাতে চলবে এই বৃষ্টি সঙ্গে সন্ধ্যায় আবার কালবৈশাখী দেখা যেতে পারে বলে খবর। এই নিম্নচাপের জেরে দুশ্চিন্তায় গোটা সুন্দরবনের অগুনোনীত সাধারণ মানুষ কারণ আমফান কেড়ে নিয়েছে তাদের মাথার ছাদ. প্রশাসনের থেকেও মিলছে না তেমন কোন সাহায্য, ক্ষোভ বাড়ছে সুন্দরবনের সাধারণ মানুষের মধ্যে।
0 Comments
Welcome