Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

লকডাউনের সুযোগ নিয়ে সরকারি জমিতে চলছে অবৈধ পাকা নির্মাণ

লকডাউনের সুযোগ নিয়ে সরকারি জমিতে চলছে  অবৈধ পাকা নির্মাণ


ক্যানিং|দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ক্যানিং-১ ব্লকের মাতলা-১ গ্রাম পঞ্চায়েতের মাতলা এক নম্বর বাজার এলাকায় লকডাউনের সুযোগ নিয়ে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে সরকারি ক্যানিং খাস মহল দফতরের জায়গায় প্রকাশ্যে চলছে জবর দখল করে অবৈধ পাকা নির্মাণ।আর সব কিছু জানে শুনে নীরব দর্শক হয়ে বসে আছে প্রশাসন থেকে শুরু করে বিভাগীয় দফতরের আধিকারিকরা।ফলে ক্ষুব্ধ এলাকাবাসী।এমনকি ক্যানিং মাতলা নদীর চড় গুলিতে ম্যানগ্রোভ গাছ কেটে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে প্রকাশ্যে চলছে জবর দখল করে চলছে অবৈধ ঘরবাড়ি।যারা এসে জবর দখল করে ঘরবাড়ি করছে তাদের পরিচয় পত্রেরও কোন নাম গন্ধ নেই।ফলে এরা কারা কোথা থেকে এলো,এদের পরিচয় পত্র কি তা নিয়ে নিয়ে ধোঁয়াশা।স্থানীয় সূত্রে জানা গিয়েছে গোলকুঠি পাড়া এলাকার বেশ কিছু যুবক ছেলে রাতের অন্ধকারে সরকারি ক্যানিং খাস মহল দফতরের জায়গা জবর দখল বেশ কয়েক মাস আগে।


সেই  জায়গা রাতের অন্ধকারে কয়েক লক্ষ টাকায় বিক্রি করে দেয় মিঠাখালি গ্রামের এক বাসিন্দা কে।সেই ব্যক্তি প্রকাশ্যে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে লকডাউনের সুযোগ নিয়ে  অবৈধ ভাবে পাকা বাড়ি নির্মাণ করছে।আর এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী।এলাকাবাসী ক্ষোভের সঙ্গে অভিযোগ করে বলেন প্রায় ২০ একর সরকারি জমিতে ক্যানিং খাস মহল দফতরটি ছিল।ক্যানিং পোর্টের আমলে এই বিল্ডিংয়ে সরকারি কাজকর্ম হত।দেশ স্বাধীন হওয়ার পর এই বিল্ডিংয়ে ক্যানিং-২ বিডিও অফিস কার্য্যলয় চালু হয়।পরবর্তীকালে ১৯৯৩ সালে ক্যানিং-২ বিডিও অফিসটি জীবনতলায় স্থান্তরিত হয়।তারপর থেকে এই ক্যানিং খাস মহলের জমিতে একটু একটু করে জবর দখল করে অবৈধ পাকা বাড়ি ঘর নির্মাণ হতে থাকে।সরকারি এই জমি থাকতে বহু সরকারি অফিস গুলি ভাড়া বাড়িতে চলছে।ফলে সরকারের কোটি কোটি খরচ হচ্ছে ভাড়া বাড়িতে সরকারি অফিস গুলি চলার জন্য।এই সরকারি জমিতে বিভিন্ন সরকারি দফতরের অফিস কাছারি গড়ে উঠলে এক দিকে যেমন সরকারের কোটি কোটি টাকা বাঁচবে।তেমনি এই এলাকায় গড়ে উঠবে বহু মানুষের কর্ম সংস্থান। 

Post a Comment

0 Comments