Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

লকডাউনে ফুটপাতবাসীদের ভরসাজো গালেন খেলার মাঠের তিন মুখ

লকডাউনে ফুটপাতবাসীদের ভরসাজো গালেন খেলার মাঠের তিন  মুখ



নিজস্ব প্রতিনিধি |  ৬ মে:‌ করোনা–সঙ্কটে মানবিক মুখ হয়ে উঠল শহরের তিন ক্রীড়া সংগঠক। অসহায় অনাহারে থাকা ফুটপাতবাসীদের হাতে তুলে দিলেন খাবার। কয়েকদিন আগে এই ফুটপাতবাসীরাই করোনা ত্রাণে নিজেদের ভিক্ষে করা সর্বস্ব দান করেছিলেন। এরপর তাঁরা কিছু দিন ধরে অর্ধাহারে একপ্রকার না খেয়ে দিন কাটাচ্ছিলেন। এমন খবর শোনা মাত্র সাহায়ের হাত বাড়ালেন তিন ক্রীড়া সংগঠক রবীন মজুমদার, সৌরভ ভট্টাচার্য ও অনুপ বসু। এদিন তাঁরা কাছারি রোডের মায়ের ইচ্ছাবাড়ি কালীবাড়ির সামনে ফুটপাতবাসীদের চাল, ডাল সহ নিত্যপ্রয়োজনী খাবার তুলে দিলেন। আগামীদিনেও তাঁদের পাশে থাকার ভরসা দিয়ে এলেন মাঠে ময়দানে পরিচিত তিন মুখ। এঁদের একজন অনুপ বসু বলেন, যাঁদের থাকার কোনও ছাদ নেই। যাঁরা ভিক্ষের অর্থ করোনা ত্রাণে দান করেছেন, তাঁদের কষ্টের কথা শুনে আমরা আর থাকতে পারলাম না। লকডাউনে এঁরা সমাজের অনেক বোধ–বুদ্ধিসম্পন্ন মানুষদের নতুন করে ঘুম ভাঙিয়ে দিয়েছেন। এঁদের পাশে আজ আমরা দাঁড়াতে পেরে অল্প হলেও মনটা হালকা লাগছে।

Post a Comment

0 Comments