Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

নেতা নন তিনি উত্তমনেতা

নেতা নন তিনি উত্তমনেতা 


নুরসেলিম লস্কর,  ক্যানিং   

তিনি মাতলাবাসীর সুখ দুঃখের সাথী, যাকে মাতলা বাসী ঘরের ছেলে বলে মনে করেন সবাই। হ্যাঁ ঠিকই ভাবছেন ক্যানিং মাতলা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান উত্তর দাসের কথা বলছি। তিনি মাতলাবাসীর নয়নের মনি। মাতলাবাসী তাকে যেমন সব সময় পাশে পেয়েছেন। ঠিক অনুরূপ ভাবে যখন সমগ্র পৃথিবীর মানুষ করোনা ভাইরাসের কবলে পড়ে  জীবন যাপন আজ বিপন্নের পথে ঠিক তখনই মাতলা ভূমি পুত্র উত্তম দাস এগিয়ে এলেন  মানুষের পাশে। তাঁর উদ্যোগে এদিন সমগ্র মাতলা জুড়ে চললো জীবাণুনাশক স্প্রে। এ বিষয়ে উত্তম দাস জানান " মাতলাবাসী যে কোন বিপদে আমি তাদের পাশে আগে ও আগে যেমন ছিলাম আজ আছি । এই অসময় যদি না থাকতে পারি  আমার মাতলাবাসীর পাশে তাহলে নিজে নিজের কাছে ছোট হয়ে যাবো  যে "। 

Post a Comment

0 Comments