Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

দেশে ঢুকে পড়েছে পঙ্গপাল, সতর্কতা জারি বিশেষজ্ঞদের

দেশে ঢুকে পড়েছে পঙ্গপাল, সতর্কতা জারি বিশেষজ্ঞদের 


নুরসেলিম লস্কর   

করোনা ও আমফানের মধ্যে দেশ জুড়ে নয়া বিপত্তি পঙ্গপাল, ইতিমধ্যে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের তরফ থেকে জারি করাহয়েছে সতর্কতা. রাজস্থানের বিস্তীর্ণ অঞ্চলের ফসল ইতিমধ্যে নষ্ট করেছে এই পঙ্গপালের দল, গতবছর ইরান, আফগানিস্তান ও পাকিস্তানে বিপুল পরিমানে শস্য নষ্ট করে এই দল।পাকিস্তান থেকে এই পঙ্গপালের দল ভারতে ঢোকে বলে খবর. রাজস্থানের পর হরিয়ানা ও মধ্যপ্রদেশের কৃষকরা তাদের জমিতে যে কোন মুহূর্তে পঙ্গপালের প্রকোপের আশঙ্খা করছে। ভারতের এই রাজ্য গুলির পর ওড়িশা ও বাংলায় পঙ্গপালের দল দাপট দেখাতে পারে বলে অনুমান করছে বিশেষজ্ঞরা।এমনটা হলে এই দুই রাজ্যের অর্থনীতি একেবারে ভেঙ্গে পড়তে পারে কারণ করোনা ও আনফানের বিপর্যয়ের ক্ষত এখনো সামলে উঠতে পারেনি এই দুই রাজ্য। একটি বড়ো পঙ্গপাল দিনে ১২০ মাইল পর্যন্ত জমির ফসল খেয়ে ফেলতে পারে।এর ইংরাজি নাম লোকাস্ট।
এ বিষয়ে কৃষি বিভাগের এক কর্তা বলেন ' এটি এখন একটি ফ্লোবাল সমস্যা, তবে এই পঙ্গপালের দলকে রুখতে বেশ কিছু নির্দেশাবলী জারি হয়েছে। যেসব জায়গায় পঙ্গপাল হানা দিয়েছে ও দেওয়ার সম্ভবনা আছে সেখানে কৃষকদের সতর্ক থাকতে বলা হয়েছে। 

সন্ধ্যার পর জমির ফসল ও গাছপালাতে ৫ শতাংশ নিম বীজ কারনাল এক্সট্র্যাক্ট (এনএসকেই) ২০০ লিটার তাৎক্ষণিক স্প্রে করতে বলা হয়েছে। ধেয়ে আসা পঙ্গপালের দিকে জোরে জোরে বাসন বাজিয়ে শব্দ করার কথাও বলা হয়েছে। যেখানে এই পঙ্গপালের দল ঝাঁপিয়ে পড়বে সেখানে তাড়ানো সম্ভব না হলে আগুন ধরানোর ব্যবস্থা করতে হবে '।দেশ একের পর এক বিপর্যয়ের মুখে পড়ছে। নতুন করে এই পঙ্গপালের বিষয় সেই বিপর্যয়ের মাত্রাকে আরও বাড়াবে বলেই মনে করা হচ্ছে। যদিও পঙ্গপাল মোকাবিলায় দেশজুড়ে চলছে যুদ্ধকালীন প্রস্তুতি।

Post a Comment

0 Comments