Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

বাসন্তীতে করোনা আক্রান্তের বাড়িতে স্যানিটাইজড করা হল

বাসন্তীতে করোনা আক্রান্তের বাড়িতে স্যানিটাইজড করা হল



নিজস্ব প্রতিনিধি  ,ক্যানিং -করোনার দাপট থেকে আর রক্ষে নেই।সমস্ত বাধাবিঘ্ন অতিক্রম করে করোনা হানা দিয়েছে সুন্দরবনের বাসন্তী ব্লকে।আক্রান্তের সংখ্যা ১ সদ্যজাত শিশু সহ তিনজন।জানাগেছে বাসন্তী ব্লকের সোনাখালির এক স্কুল শিক্ষকের কন্যা সন্তান সম্ভবা হওয়ায় কলকাতা কেপিসি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।সেখানে পরীক্ষা নিরীক্ষার সন্তান সম্ভবা মহিলার দেহে করোনা পজিটিভ মেলে।
পরে সন্তান ভূমিষ্ট হলে সদ্যজাত ও করোনায় আক্রান্ত হয়।পাশাপাশি এই সোনাখলি এলাকা অপর আর একজন ও করোনায় আক্রান্ত।তিনিও কলকাতার কেপিসিতে রয়েছেন।বাসন্তী ব্লকে করোনা ধরা পড়া সোনাখালির রামচন্দ্রখালি এলাকায় করোনা আক্রান্তের বাড়িতে বৃহষ্পতিবার দুপুরে দমকলের একটি ইঞ্জিন গিয়ে বাড়ি সহ এলাকাটি স্যানিটাইজড করে।অন্যদিকে পরপর আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় শঙ্কিত এলাকার মানুষজন।

Post a Comment

0 Comments