Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

বাসন্তীতে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

বাসন্তীতে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

বাসন্তী|রবিবার দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের বাসন্তী ব্লকের ফুলমালঞ্চ অঞ্চলের পানিখালি সহ বিভিন্ন এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন দলিত ও সংখ্যালঘু উন্নয়ন পর্ষদ(এম এম ডি সি) উদ্যোগে প্রায় এক হাজার সংখ্যালঘু পরিবার কে ঈদ উপলক্ষে সিমাই,চিনি,ছোলা সহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।এদিন স্বেচ্ছাসেবী সেবী সংগঠনে রাজ্য ইনচার্জ অদিতি গোস্বামী,দক্ষিণ ২৪ পরগনার মহিলা সেলের মমতাজ বেগম সহ অন্যান্য সদস্যরা খাদ্য সামগ্রী তুলে দেয় পরিবার গুলিকে।



স্বেচ্ছাসেবী সংগঠন দলিত ও সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের(এম এম ডি সি) কর্ণধার রাজু ঘোষ বলেন বাসন্তী ও গোসাবা এই দুইটি ব্লকে প্রায় ২ হাজার সংখ্যালঘু পরিবার কে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হবে।ইতিমধ্যে বাসন্তী ব্লকে  ১ হাজার সংখ্যালঘু পরিবার গুলিকে সিমাই,চিনি,ছোলা সহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।তিনি আরও বলেন এক দিকে ঘূর্ণিঝড় আমফানের দাপটে ক্ষতিগ্রস্ত,ওপর দিকে সারা বিশ্ব জুড়ে করোনা ভাইরাস থাবা বসিয়েছে।দিনের পর দিন করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।সার ভারত জুড়ে চলছে লকডাউন।

ফলে বহু মানুষজন ঘরবন্দি,কাজ নেই।এদিকে সামনে ঈদ।তাই এমন ধরনের উদ্যোগ।সম্পূর্ণ লকডাউনের নিয়ম কানুন মেনেই কাজ করা হচ্ছে।পাশাপাশি করোনা ভাইরাস বিষয়ে সচেতন করে তোলা হচ্ছে।

Post a Comment

0 Comments