ক্যানিং জুড়ে ঘুরছে করোনা
নুরসেলিম লস্কর | ক্যানিং | হ্যাঁ ঠিকই দেখছেন বা ঠিকই শুনছেন ক্যানিং জুড়ে ঘুরে বেড়াচ্ছে করোনা। তবে এ করোনা ভাইরাস নয়, তিনি ক্যানিং এর বাসিন্দা সমরেশ দোলুই। তিনি ক্যানিং জুড়ে করোনার ছদ্দবেশে ঘুরে বেড়াচ্ছে এবং তিনি সারাক্ষন মুখে বলছেন " আমি করোনা আমার কাছে কেউ এসো না, সদা বাড়িতে থাকুন সুস্থ থাকুন "। এই বাণী প্রচার করতে করতে পথ চলতি যে সব সাধারণ মানুষের সাথে দেখা, তিনি তাদেরকে থার্মাল স্কিনিং ও করছেন সেই সাথে বাড়িতে থাকার অনুরোধ করছেন।
করোনার বিরুদ্ধে সাধারণ মানুষ কে সচেতন করতে এমন অভিনব উদ্যোগ কেন তা জানতে চাইলে সমরেশ বাবু জানান যে "এখনো পর্যন্ত আমাদের এলাকার কিছু সাধারণ মানুষ দেশ জুড়ে চলা লগডাউন কে মানছে না তাই তাদেরকে সচেতন করতে আমার এই উদ্যোগ "।
এরকম অভিনব উদ্যোগ কে স্বাগত জানিয়েছে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে স্থানীয় মানুষজন।
সূত্র মারফত জানা যায় সমরেশ বাবু রোজ নিজ এলাকায় প্রায় 50 জনের মতো অসহায় মানুষের মুখে রোজ অন্য তুলে দেন।
0 Comments
Welcome