Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

সুন্দরবনের চাষীদের মাথায় হাত

সুন্দরবনের চাষীদের মাথায় হাত নুরসেলিম লস্কর,  বাসন্তী  

 রাজ্য থেকে সমগ্র দেশ জুড়ে চলছে লগডাউন। আর এই লগডাউনের জেরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত চাষীরা। বাগানে চাষ করা সব্জির যেমন  বিক্রির জন্য বাজারে নিয়ে যেতে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে চাষীদের। সঠিক দাম  না পেয়ে ক্ষতির শিকার হতে হচ্ছে চাষিদের। এর মধ্যে আবার প্রাকৃতিক দুর্যোগ। যাকে বলে ' গোদের উপর বিষফোঁড়া '। বঙ্গপোসাগরের উপর সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে রোজ নিয়ম করে ঝড়, বৃষ্টি হচ্ছে। এই ঝড় বৃষ্টির কারণে বোরো চাষীদের মাথায় হাত। সুন্দবনের অধিকাংশ  চাষীদের ধান এখনো মাঠে পড়ে আছে, ধান কাঁটা শেষ হয়নি। যার ফলে দিশে হারা হয়ে পড়ছে চাষীরা তাঁরা বুঝতে পারছে না কি করবেন। এবার যে তাদের শেষ সম্বলটুকু শেষ হতে বসেছে এই অকাল ঝড় বৃষ্টির ফলে। সুন্দরবনের বাসন্তীর এক চাষি গুনা রায় বলেন " বাবু লগডাউনের ফলে আমাদের এখন ঠিক মতো খাওয়া হচ্ছে না, ভেবেছিলাম এই ধানগুলো কাঁটা হলে অন্তত শুধু হলেও আমরা দুমুঠো  ভাত খেতে পাবো, কিন্তূ ঈশ্বর মনে হয় আমাদের সেই উপায় টুকুও রাখবে না "। 

Post a Comment

0 Comments