Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

বেতনের টাকায় দুঃস্থদের খাদ্য সামগ্রী বিতরণ

বেতনের টাকায় দুঃস্থদের খাদ্য সামগ্রী বিতরণ 


ক্যানিং|সোমবার সকালে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ক্যানিং-১ ব্লকের গোপালপুর অঞ্চলের বদুকুলা গ্রামে দুই ভাই বোনের বেতনের টাকায় প্রায় ১০০ জন দুঃস্থ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন।স্থানীয় সূত্রে জানা গিয়েছে বদুকুলা গ্রামের বাসিন্দা  জাকির খান ক্যানিং থানার সিভিক ভলেন্টিয়ার্স এবং তার বোন ফতেমা খান নিউ আলিপুর থানার সিভিক ভলেন্টিয়ার্স।সারা বিশ্ব জুড়ে করোনা ভাইরাস থাবা বসিয়েছে।ভারতে দিনের পর দিন করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।

বাড়ছে মৃত্যুরও সংখ্যা।সারা দেশ জুড়ে চলছে লকডাউন।ফলে ঘরবন্দি অসহায় মানুষের পাশে দাঁড়াতে দুই ভাই বোন জাকির খান ও ফতেমা খান এগিয়ে আসে দুঃস্থদের পাশে দাঁড়াতে।তাদের সম্পূর্ণ বেতনের টাকায় দুঃস্থদের এদিন চাল,ডাল,আলু,সোয়াবিন ও মাস্ক তুলে দেয় সম্পূর্ণ লকডাউনের নিয়ম কানুন মেনেই।ফলে খুশি গ্রামের অসহায় মানুষগুলি।সিভিক ভলেন্টিয়ার্স জাকির খান ও ফতেমা খান বলেন আমাদের বেতনের টাকায় আমরা বেশ কিছু অসহায় দুঃস্থ পরিবারদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিই লকডাউনের নিয়ম কানুন মেনেই।রাজ্য সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে করোনা ভাইরাস মোকাবিলায়।ফলে এই সময়ে মানুষের পাশে দাঁড়াতে পেরে খুব ভালো লাগছে।তারা আরও বলেন খাদ্য সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি এদিন আমফান ঘূর্ণিঝড় বিষয়ে সচেতন করা হয় প্রতিবেশীদের।

Post a Comment

0 Comments