আমফান মোকাবিলায় ক্লান্তিহীন, সুন্দরবনের কান্তি
নুরসেলিম লস্কর
সুন্দরবনের মানুষ বিপদে থাকবেন আর তাঁকে পাশে পাবে না, এমনটা কখনই মনে হয় সম্ভব নয়। সে আয়লা, বুলবুল, ফনী হোক বা বর্তমানের সুপার সাইক্লোন ' আমফান ' হোক।হ্যাঁ এই ক্লান্তিহীন কান্তি হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী কান্তি ভূষণ গঙ্গোপাধ্যায় বা কান্তি গাঙ্গুলি নামে পরিচিত ৭৭ বছরের বৃদ্ধ , কারণ করোনা ভাইরাস আর আমফান এই জোড়া সংকটময় পরিস্থিতিতে যখন সবাই বাড়িতে থাকার চেষ্টা করছে ঠিক তখনই সুন্দরবনের রায়গঞ্জ ও তার আসে পাশের অসহায় মানুষের জন্য তিনি আমফানের আগাম ত্রাণ হিসেবে ২০০০ পিস ত্রিপল, ওষুধ, একটা নৌকা ও ১০০ কুইন্টাল চাল নিয়ে হাজির সুপারম্যান ক্লান্তিহীন কান্তি।
আমফান মোকাবিলায় ইতিমধ্যে রাজ্যের তরফ থেকে নবান্নে কন্ট্রোল রুম খোলা হয়েছে, কন্ট্রোল রুমে থাকবেন রাজ্যের মুখমন্ত্রী মমতা ব্যানার্জী কিন্তূ রায়গঞ্জ এলায় দেখা নেই সেখানকার বিধায়ক দেবশ্রী দেবীর কিন্তূ সদা ততপর রয়েছেন কান্তি বাবু, কারণ এই বয়সে ও ওনার মধ্যে রয়েছে মানুষের জন্য কাজ করার ইচ্ছে ও অফুরন্ত ভালোবাসা, তাই ওনাকে স্যালুট না জানিয়ে আমরা পারলাম না।
নুরসেলিম লস্কর
সুন্দরবনের মানুষ বিপদে থাকবেন আর তাঁকে পাশে পাবে না, এমনটা কখনই মনে হয় সম্ভব নয়। সে আয়লা, বুলবুল, ফনী হোক বা বর্তমানের সুপার সাইক্লোন ' আমফান ' হোক।হ্যাঁ এই ক্লান্তিহীন কান্তি হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী কান্তি ভূষণ গঙ্গোপাধ্যায় বা কান্তি গাঙ্গুলি নামে পরিচিত ৭৭ বছরের বৃদ্ধ , কারণ করোনা ভাইরাস আর আমফান এই জোড়া সংকটময় পরিস্থিতিতে যখন সবাই বাড়িতে থাকার চেষ্টা করছে ঠিক তখনই সুন্দরবনের রায়গঞ্জ ও তার আসে পাশের অসহায় মানুষের জন্য তিনি আমফানের আগাম ত্রাণ হিসেবে ২০০০ পিস ত্রিপল, ওষুধ, একটা নৌকা ও ১০০ কুইন্টাল চাল নিয়ে হাজির সুপারম্যান ক্লান্তিহীন কান্তি।
আমফান মোকাবিলায় ইতিমধ্যে রাজ্যের তরফ থেকে নবান্নে কন্ট্রোল রুম খোলা হয়েছে, কন্ট্রোল রুমে থাকবেন রাজ্যের মুখমন্ত্রী মমতা ব্যানার্জী কিন্তূ রায়গঞ্জ এলায় দেখা নেই সেখানকার বিধায়ক দেবশ্রী দেবীর কিন্তূ সদা ততপর রয়েছেন কান্তি বাবু, কারণ এই বয়সে ও ওনার মধ্যে রয়েছে মানুষের জন্য কাজ করার ইচ্ছে ও অফুরন্ত ভালোবাসা, তাই ওনাকে স্যালুট না জানিয়ে আমরা পারলাম না।
0 Comments
Welcome