Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

চতুর্থ দফা লকডাউন শুরু হতেই দরিদ্রদের সেবায় সমাজসেবী তথা যুবতৃণমূল নেতা আমান

চতুর্থ দফা লকডাউন শুরু হতেই দরিদ্রদের সেবায় সমাজসেবী তথা যুবতৃণমূল নেতা আমান


নিজস্ব প্রতিনিধি  ,ক্যানিং -মহামারী করোনা ভাইরাস আটকাতে আবার দেশ জুড়ে শুরু হয়েছে চতুর্থ দফার লকডাউন। চতুর্থ দফার লকডাউন ঘোষনার ‌পরই গোটা দেশের দিনআনা দিন খাওয়া সাধারণ মধ্যবিত্ত মানুষ গুলোর জীবনে নেমে এসেছে কালো মেঘের ঘণীভূত করুণ দূর্দশা অন্ধকার।অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনা জেলার পিছিয়েপড়া বাসন্তীর ব্লকের কয়েক হাজার শ্রমিক ভিন রাজ‍্যে কাজে গিয়ে আটকে রয়েছেন।অসহায় হয়ে পড়েছে সেই সমস্ত পরিযায়ী শ্রমিকদের পরিবার গুলো।এমন মহামারী সংকটময় বিপদসঙ্কুলের কথা ভেবেই সেই সমস্ত দরিদ্র অসহায় পরিবার গুলোর পাশে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন সমাজসেবী তথা বাসন্তী ব্লকের যুবতৃণমূল নেতা আমান লস্কর। রবিবার সকালে বাসন্তী ব্লকের প্রায় ২০০০ অসহায় দরিদ্র পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলেদেন এই যুবনেতা।যুবনেতা আমানের এমন মানবিক কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেন আর এক যুবনেতা জালাল মোল্ল্যা।
যুবতৃণমূল নেতা আমান লস্কর জানিয়েছেন “অসহায় দরিদ্র মানুষের কাছে এই ত্রাণ সামান্য মাত্র। কয়েক দিনের জন্য হয়তো দরিদ্র পরিবার গুলো এই খাদ্য সামগ্রীর উপর নির্ভর করে থাকবে।পরে ফের সংকটে পড়বেন। সেই সংকট যাতে তৈরী না হয় এবং দরিদ্র মানুষ যাতে অভুক্ত না থাকে,তার জন্য আগামী দিনে যাতে আরো বেশী পরিমাণ ত্রাণ দিয়ে সহযোগিতা করা যায় সে বিষয়ে চেষ্টা চলছে।

Post a Comment

0 Comments