Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

রক্ত সংকট মেটাতে এগিয়ে এলেন শিক্ষকরা

রক্ত সংকট মেটাতে এগিয়ে এলেন শিক্ষকরা 

নুরসেলিম লস্কর   
দেশ জুড়ে চলতে থাকা লগডাউনের ফলে খাদ্য সংকটের পাশাপাশি প্রখর ভাবে দেখা দিয়েছে রক্ত সংকট, অনেকে রক্তের অভাবে রোজ মারা ও যাচ্ছে কারণ সরকারি নির্দেশ মতো সোশ্যাল ডিস্টেন্স বোঝায় রাখতে আয়োজন করা যাচ্ছে না কোন ব্ল্যাড ডোনেশন ক্যাম্প আর যার ফলস্বরূপ দেশের প্রত্যেক টা ব্ল্যাড ব্যাংকে দেখা দিয়েছে রক্ত সংকট।তাই এই রক্তের সংকট কিছুটা হলেও পূরণ করতে এগিয়ে আসলো WBTPTA এর টিচার এসোসিয়েশন এই 50 জন প্রাইমারি স্কুল শিক্ষক, তাঁরা ক্যানিং দ্বারিকানাথ বালিকা বিদ্যালয়ে এই ব্ল্যাড ডোনেট ক্যাম্প টি করেন।বিষয়ে শিক্ষক গোপাল সা বলেন ' সমগ্র দেশ জুড়ে লগডাউন চলার ফলে সাধারণ মানুষ যেমন খাদ্যের সংকটে ভুগছে তেমন ভাবে থ্যালাসেমিয়া রুগী গুলো আজ রক্তের অভাবে মারা পর্যন্ত যাচ্ছে তাই আজ আমরা আমাদের টিচার এসোসিয়েশনের পক্ষ থেকে 50 জন শিক্ষক রক্ত দিলাম এবং আগামী দিনে ও আমাদের এই রক্ত দানের প্রক্রিয়া অব্যাহত থাকবে '
দেশ জুড়ে চলা জরুরী অবস্থার মধ্যে শিক্ষকদের এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছে এলাকার বিভিন্ন স্তরের মানুষজন। এ বিষয়ে ক্যানিং মহকুমা হসপিটালের এক ডাক্তার বাবু বলেন ' সমগ্র সমাজের পথপ্রদর্শক তো শিক্ষক রা সেখানে দাঁড়িয়ে আজকেরের এই উদ্যোগ নিশ্চিত ভাবে আগামীদিনে আমাদের পথ চলতে সাহায্য করবে বলে আমার মনে হয় '।

Post a Comment

0 Comments