অসহায় দরিদ্র সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে যুব সভাপতি অরিত্র বোস
নুরসেলিম লস্কর | ক্যানিং, মাতলা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত অঞ্চলের যুবসভাপতি অরিত্র বসুর উদ্যোগে ক্যানিং মিঠাখালি হাই স্কুল পাড়া, রাজার লাট পাড়া তে ১০০ জন সংখ্যালঘু পরিবারের সদস্যদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন। ছোলা, চিনি , নারিকেল , বিস্কুট, মুড়ি, শসা, শাক আলু, লেবু দেওয়া হয় । এই ইফতার সামগ্রীগুলি পেয়ে অসহায় দরিদ্র পরিবারগুলি খুশি। যুব সভাপতি সহ তার সহপাঠীদেরকে দোয়া ও মোবারকবাদ জানাই ওই সব রমজানের জন্য উপবাস থাকা পরিবার গুলি। এই উদ্যোগের কারণ জানতে চাইলে অরিত্র বোস বলেন " দেশ জুড়ে চলা লকডাউনের ফলে এই দরিদ্র মানুষ গুলোর এখন শোচনীয় অবস্থা, এর মধ্যে শুরু হয়েছে পবিত্র রমজান তাই আমরা ভাবলাম এই অসহায় মানুষ গুলোর পাশে এবার দাঁড়াতে হবে তাই আমাদের সামর্থ্য অনুযায়ী আজ থেকে শুরু হলো পবিত্র রমজান মাসে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। আজকের মতো আবার আমরা ১০০ পরিবারকে আগামী ৪ দিন এর মধ্যে তাঁদের হাতে ইফতার তুলে দেবো। তিনি আরো বলেন 'ধর্ম যার যার উৎসব সবার' আমরা একসাথে লড়াই করবো।
0 Comments
Welcome