Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

পরিযায়ী শ্রমিকদের ফেরানোর দাবীতে বিক্ষোভ অবস্থান করলো বিজেপি

পরিযায়ী শ্রমিকদের ফেরানোর দাবীতে বিক্ষোভ অবস্থান করলো বিজেপি

নিজস্ব প্রতিনিধি |  ক্যানিং -করোনার তান্ডবে লকডাউন হাফ সেঞ্চুরী করে ধীর গতিতে সেঞ্চুরী করার লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে চলেছে।জীবন জীবিকার তাগিদে ভিনরাজ্যে কাজে গিয়ে লকডাউন আটকে পড়েছেন প্রচুর শ্রমিক।কাজকর্ম বন্ধ।অসহায় ভাবে দিন কাটিয়ে ভিন রাজ্যে ঘরের মধ্যে আবদ্ধ রয়েছেন এই সমস্ত পরিযায়ী শ্রমিকরা।রাজ্য তথা সমগ্র দেশের সর্বত্র যানবাহন বন্ধ রয়েছে।ঘরে ফেরার ইচ্ছা থাকলেও যানবাহন চলাচল না করায় আটকে পড়েছেন এই সমস্ত পরিযায়ী শ্রমিকরা।একদিকে খাদ্য সংকট অন্যদিকে লকডাউন চলায় অধিকাংশ পরিযায়ী শ্রমিক রাস্তা কিংবা রেললাইন ধরে হেঁটে হেঁটেই বাড়িতে ফেরার চেষ্টা করছেন। সেই মরিয়া চেষ্টায় বিভিন্ন দুর্ঘটনায় অনেক পরিযায়ী শ্রমিক ইতিমধ্যে মারা গিয়েছে।যাতে করে সহজেই পরিযায়ী শ্রমিকরা বাড়িতে ফিরে আসতে পারেন তার জন্য প্রতিকী বিক্ষোভ প্রদর্শন করে পথে নামলো বিজেপি।  রাজ্য সরকার উদ্যোগ নিয়ে যাতে করে এই সমস্ত পরিযায়ী শ্রমিকদের অবিলম্বে ফিরিয়ে আনা হয় তার জন্য বুধবার দুপুরে ক্যানিং পশ্চিম বিধানসভার বিজেপি কার্যকর্তার ক্যানিং ১ বিডিও অফিসের সামনে দীর্ঘক্ষণ প্রতিকী বিক্ষোভে সামিল হয়ে প্রতিকী অবস্থান বিক্ষোভ দেখান।পরিযায়ী শ্রমিকদের বাড়িতে ফিরিয়ে আনার পাশাপাশি যাতে করে সাধারণ মানুষের তিন মাসের বিদ্যুৎ বিল মুকুব করা হয় সেই দাবীও তোলেন বিজেপি। এদিন এই প্রতিকী অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা পূর্বজেলার জেলা সম্পাদক সঞ্জয় কুমার নায়েক, জেলা সাধারণ সম্পাদিকা মামনি দাস, জেলা যুবনেতা অসিত মন্ডল,রমেন মন্ডল সহ ক‍্যানিং পশ্চিম বিধানসভার বিভিন্ন মন্ডলের কার্যকর্তারা।

Post a Comment

0 Comments