Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

আমফান বিদ্ধস্ত সুন্দরবনের মানুষের পাশে এবার ইন্ডিয়ান অয়েল

আমফান বিদ্ধস্ত সুন্দরবনের মানুষের পাশে এবার ইন্ডিয়ান অয়েল 
নুরসেলিম লস্কর
  
 করোনার কবলে পড়ে যখন মানব জীবন দিশেহারা ঠিক তখনই সমগ্র সুন্দরবন জুড়ে গত 20 মে নেমে আসে ' আমফান '  সুপার সাইক্লোন ঘূর্ণিঝড় যার কবলে পড়ে অন্য সঙ্কটের মধ্যে থাকা মানুষ গুলির হারিয়েছে তাদের নূন্যতম মাথাগোঁজার ছাদ টুকুও।এই রাক্ষুসে ঝড়ের ফলে সুন্দরবনের একাধিক গ্রাম নদী বাঁধ ভেঙ্গে জলমগন্ন হয়ে পড়েছে, সুন্দরবন বাসির কাছে এ যেন ' গোঁদের উপর বিষ ফোঁড়া '। করোনা ও আমফান এই জোড়া ফলায় যখন বিদ্ধস্ত সমগ্র সুন্দরবন ঠিক তখনই এই অসহায় পরিবার গুলির পাশে এসে দাঁড়ালো ইন্ডিয়ান অয়েলের ' ইন্ডেন ডিস্ট্রিবিউটর এসোসিয়েশন '। সুন্দরবনের বর্তমান পরিস্থিতি তাঁদের সামনে তুলে ধরেন সুন্দরবনের বিশিষ্ট সমাজসেবী তথা কুলতলী মিলন তীর্থ সোসাইটির কর্ণধার লোকমান মোল্লা। মূলত: লোকমান বাবুর ডাকে সাড়াদিয়ে তাঁরা আজ সুন্দরবনের আদিবাসী অর্ধসিত কুলতলী, গৌড়দাস পাড়া সহ বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে প্রায় 100 অসহায় পরিবারের হাতে টিপল তুলে দেয়। 

    এ বিষয়ে জানতে চাইলে ইন্ডিয়ান অয়েলের এক কর্তা অভিজিৎ দে বলেন ' লোকবাবু সুন্দরবনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমাদের জানান সেই মতো আজ আমরা এই অসহায় পরিবার গুলির হাতে কিছু টিপল তুলে দিলাম, তবে এখানে এসে যে অবস্থা দেখলাম, অতটা খারাপ অবস্থা দেখবো ভাবিনি  '
 তিনি এও জানান যে আগামী দিনে ও সুন্দরবনের পাশে থাকার চেষ্টা করবেন।


এ বিষয়ে লোকমান বাবু বলেন ' আপনারা জেনে থাকবেন হয়তো আমরা লগডাউন শুরুর দিন থেকে সাধারণ মানুষের ত্রাণ দেওয়া থেকে শুরু করে আমরা ক্যানিং সাব-ডিভিশনের সমস্ত হসপিটালের ডাক্তার থেকে শুরু করে অ্যাম্বুলেন্স চালক দের হাতে PPE, ম্যাক্স, স্যানিটাইজার তুলে দিয়েছি এবং সুন্দরবনের অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছি, আজ যখন দেখছি সুন্দরবন বাসির মাথার ছাদ নেই। তাদের মাথা গোঁজার জায়গাটা নেই তখন আমি যোগাযোগ করি ইন্ডিয়ান অয়েলের ডিস্ট্রিবিউটর আসোসিয়েশনের সাথে। আর আজ তাঁরা যে আমার ডাকে সাড়া দিয়ে এগিয়ে এসেছে তাই তাঁদের কে সমগ্র সুন্দরবন বাসির হয়ে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি '।

Post a Comment

0 Comments