Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

সুন্দরবনে মথুরাখন্ড দ্বীপে ৩০০ স্কুলছুট ছাত্রছাত্রীর পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দিলেন স্বেচ্চাসেবী সংস্থা

সুন্দরবনে মথুরাখন্ড দ্বীপে ৩০০ স্কুলছুট ছাত্রছাত্রীর পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দিলেন স্বেচ্চাসেবী সংস্থা

নিজস্ব প্রতিনিধি  ,ক্যানিং -অধিকাংশ সময়ে অর্থনৈতিক পরিকাঠামো পরিস্থিতির জন্য বিংবা বাঘের আক্রমণে পরিবারের প্রধান কর্তার মত্যুর জন্য অধিকাংশ পরিবারের ছেলে মেয়েদের মাঝপথে পড়াশোনা বন্ধ হয়ে যেতো।সেই সমস্ত স্কুলছুটদের কথা মাথায় রেখে পড়াশোনার জগতে ফিরিয়ে এনে সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষ্যমাত্রা নিয়ে প্রত্যন্ত সুন্দরবনের মথুরাখন্ড দ্বীপে স্কুল তৈরী করেছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা শিক্ষক অমল নায়েক ও চম্পা মহিলা সোসাইটি নামক বাসন্তীর একটি স্বেচ্ছাসেবী সংস্থা। বর্তমানে সুন্দরবনের প্রত্যন্ত এই মথুরাখন্ড দ্বীপে সুরেন্দ্র নাথ স্মৃতি বিদ্যা নিকেতনে ছাত্রছাত্রীর সংখ্যা তিনশো।করোনার দাপট আর লকডাউনের জন্য বন্ধ রয়েছে স্কুল। কবে খুলবে তারও নিশ্চয়তা নেই।

 স্কুলের মিডডে মিলের উপর নির্ভর করেই চলতো অনেক স্কুলছুট ছাত্রছাত্রীদের পরিবার। বর্তমানে স্কুল বন্ধ থাকায় চরম বিপাকে তারাও। তা ছাড়াও লকডাউনের জন্য আয় উপার্জন একদম নেই এই প্রান্তিক এলাকার মানুষজনের। পাশাপাশি খাদ্যেরও সংকট। এমনই সংকটময় পরিস্থিতিতে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ নিয়ে এগিয়ে এলেন বিশিষ্ট সমাজসেবী অমল নায়েক।মঙ্গলবার সকালে লোক মারফত সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপের ৩০০ স্কুলছুট ছাত্রছাত্রীর পরিবারের হাতে পৌঁছে দিলেন পর্যাপ্ত পরিমাণ খাদ্যসামগ্রী।
সংকটময় মুহূর্তে এমন খাদ্যসামগ্রী পেয়ে খুশি স্কুলছুট পড়ুয়া ও তাদের পরিবার পরিজনেরা।সমাজসেবী অমল বাবু জানিয়েছেন “স্কুলছুট পরিবারের বেশির ভাগ সদস্যরা অর্ধাহার,অনাহারে দিন কাটাচ্ছিলেন। খবর পেয়ে ৩০০ টি পরিবারের জন্য ত্রাণ পাঠিয়েছিলাম।পুলিশ প্রশাসনের উপস্থিতিতে সামাজিক দুরত্ব বজায় রেখে ত্রাণ দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে।”

Post a Comment

0 Comments