Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

সুন্দরবনের অসহায় পড়ুয়াদের পাশে স্কুল শিক্ষক

সুন্দরবনের অসহায় পড়ুয়াদের পাশে স্কুল শিক্ষক

নিজস্ব প্রতিনিধি | বাসন্তী | মঙ্গলবার - করোনা ভাইরাসের কারণে সুন্দরবনের পিছিয়ে পড়া পরিবারের ছেলেমেয়েদের পড়াশোনা আরো পিছিয়ে পড়ছে। অভাব অনটনের মধ্যে সংসার চালানো পরিবারগুলির ছেলেমেয়েরা আগের থেকে অনেকটা এগিয়ে এসেছিলেন পড়াশোনার ক্ষেত্রে। কমেছিলো  স্কুলছুট। কিন্তু বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে সেই সমস্ত পিছিয়ে পড়া পরিবারের ছেলেমেয়েদের পড়াশোনা ভবিষ্যৎ অথৈ জলে। আগামী দিনে সুন্দরবনে স্কুল ছুট ছেলে মেয়ের সংখ্যা বাড়তে পারে এমনটাই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যে কাজ হারিয়েছে বহু পরিবার। সংসারের অভাবের দায়ে  ছেলে-মেয়েরা  মা-বাবার সাথে ভিন রাজ্যে কাজে চলে যেতে পারে  অথবা অল্প বয়সে শ্রমিকের কাজে যুক্ত হতে পারে। বর্তমানে স্কুল পড়াশোনার পাশাপাশি বন্ধ হয়ে গেছে।  বন্ধ হয়ে গেছে  স্কুলের মিড ডে মিল। এই মিড ডে মিলের উপর নির্ভর করে অনেক ছেলেমে স্কুলে আসতেন। কবে স্কুল খুলবে,  আবার পড়াশোনা স্বাভাবিক ভাবে হবে সেই বিষয়ে নিশ্চিত ভাবে এখনো পর্যন্ত কেউ কিছু বলতে পারছেন না। স্কুলের ছেলেমেয়েরা যাতে বাড়িতে থেকে পড়াশোনা করতে পারেন সেই চিন্তা করে এদিন এগিয়ে এলেন  দক্ষিণ 24 পরগনা জেলার বাসন্তী ব্লকের নফরগঞ্জে গ্রাম পঞ্চায়েতের  নীলকন্ঠপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। এদিন নীলকন্ঠপুর  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিবেক পাল স্কুলের সমস্ত বাচ্চাদের জন্য পুষ্টিকর খাদ্য তুলে দেন অভিভাবকদের হাতে । এর পাশাপাশি ছেলে মেয়েদের জন্য প্রশ্নপত্র তুলে দেন    বাড়িতে পড়াশোনা করার জন্য। অবিভাবকরা শিক্ষকের প্রতি খুশি হয়েছেন এই দুর্দিনে ছেলে মেয়েদের জন্য পুষ্টিকর খাবার তুলে দেওয়ার জন্য।  

Post a Comment

0 Comments