আইনকে বুড়ো আঙুল দেখিয়ে প্রকাশ্যে চলছে জবর দখল করে অবৈধ পাকা নির্মাণ
ক্যানিং|দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ক্যানিং-১ ব্লকের মাতলা-১ গ্রাম পঞ্চায়েতের মাতলা এক নম্বর বাজার এলাকায় আইনকে বুড়ো আঙুল দেখিয়ে সরকারি ক্যানিং খাস মহল দফতরের জায়গায় জবর দখল করে চলছে অবৈধ পাকা নির্মাণ।ফলে ক্ষুব্ধ এলাকাবাসী।স্থানীয় সূত্রে জানা গিয়েছে গোলকুঠি পাড়া এলাকার বেশ কিছু যুবক ছেলে রাতের অন্ধকারে সরকারি ক্যানিং খাস মহল দফতরের জায়গা জবর দখল বেশ কয়েক মাস আগে।সেই জায়গা রাতের অন্ধকারে কয়েক লক্ষ টাকায় বিক্রি করে দেয় মিঠাখালি গ্রামের এক বাসিন্দা কে।সেই ব্যক্তি প্রকাশ্যে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে অবৈধ ভাবে পাকা নির্মাণ করছে।আর এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী।এদিকে পুলিশ প্রশাসন এবং বিভাগীয় দফতর গুলি জেনে শুনে নীরব দর্শক হয়ে বসে আসে।এ বিষয়ে জেলা প্রশাসন জানান এমন ধরনের ঘটনা জানা নেই।
তবে বিষয়টি পূর্ণ তদন্ত করে যথাযথ আইনী ব্যবস্থা নেওয়া হবে।রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা বলেন খাস মহল দফতরের জমিতে অতীতে ক্যানিং-২ বিডিও অফিসের কার্য্যলয় ছিল।বর্তমানে এই বিডিও অফিসটি জীবনতলায় চলে যায়।খবর নিয়ে জানা গিয়েছে সরকারি ক্যানিং খাস মহল দফতরের মাতলা মৌজায় ১০৪২ খতিয়ানের জায়গায় জবর দখল করে অবৈধ পাকা নির্মাণ হচ্ছে।রাজ্যের মুখ্যমন্ত্রী পরিস্কার ভাবে ঘোষণা করছে সরকারি জমিতে নতুন করে কোন জবর দখল অবৈধ নির্মাণ করা যাবে না।বিষয়টি জেলা শাসক কে বলা হয়েছে পূর্ণ তদন্ত করে যথাযথ আইনী ব্যবস্থা নেওয়ার জন্য।
আপনি কি প্রচেষ্টা প্রকল্পে আবেদন করতে চান
ক্যানিং|দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ক্যানিং-১ ব্লকের মাতলা-১ গ্রাম পঞ্চায়েতের মাতলা এক নম্বর বাজার এলাকায় আইনকে বুড়ো আঙুল দেখিয়ে সরকারি ক্যানিং খাস মহল দফতরের জায়গায় জবর দখল করে চলছে অবৈধ পাকা নির্মাণ।ফলে ক্ষুব্ধ এলাকাবাসী।স্থানীয় সূত্রে জানা গিয়েছে গোলকুঠি পাড়া এলাকার বেশ কিছু যুবক ছেলে রাতের অন্ধকারে সরকারি ক্যানিং খাস মহল দফতরের জায়গা জবর দখল বেশ কয়েক মাস আগে।সেই জায়গা রাতের অন্ধকারে কয়েক লক্ষ টাকায় বিক্রি করে দেয় মিঠাখালি গ্রামের এক বাসিন্দা কে।সেই ব্যক্তি প্রকাশ্যে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে অবৈধ ভাবে পাকা নির্মাণ করছে।আর এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী।এদিকে পুলিশ প্রশাসন এবং বিভাগীয় দফতর গুলি জেনে শুনে নীরব দর্শক হয়ে বসে আসে।এ বিষয়ে জেলা প্রশাসন জানান এমন ধরনের ঘটনা জানা নেই।
তবে বিষয়টি পূর্ণ তদন্ত করে যথাযথ আইনী ব্যবস্থা নেওয়া হবে।রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা বলেন খাস মহল দফতরের জমিতে অতীতে ক্যানিং-২ বিডিও অফিসের কার্য্যলয় ছিল।বর্তমানে এই বিডিও অফিসটি জীবনতলায় চলে যায়।খবর নিয়ে জানা গিয়েছে সরকারি ক্যানিং খাস মহল দফতরের মাতলা মৌজায় ১০৪২ খতিয়ানের জায়গায় জবর দখল করে অবৈধ পাকা নির্মাণ হচ্ছে।রাজ্যের মুখ্যমন্ত্রী পরিস্কার ভাবে ঘোষণা করছে সরকারি জমিতে নতুন করে কোন জবর দখল অবৈধ নির্মাণ করা যাবে না।বিষয়টি জেলা শাসক কে বলা হয়েছে পূর্ণ তদন্ত করে যথাযথ আইনী ব্যবস্থা নেওয়ার জন্য।
আপনি কি প্রচেষ্টা প্রকল্পে আবেদন করতে চান
0 Comments
Welcome