Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

ত্রাণ ও ১০০ দিনের কাজে দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ ঘেরাও এসইউসিআইয়ের ক্যানিং এসডিও অফিস

ত্রাণ ও ১০০ দিনের কাজে দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ ঘেরাও এসইউসিআইয়ের  ক্যানিং এসডিও অফিস

ক্যানিং|বুধবার বিকালে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং এসডিও অফিসে কয়েকশো এসইউসি আই কর্মী সমর্থকরা প্রাক্তন সাংসদ ডাঃ তরুন মন্ডল ও রাজ্যে সম্পাদক চন্ডীদাস ভট্টাচার্যের নেতৃত্বে ত্রাণ ও ১০০ দিনের কাজে দুর্নীতি সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ দেখান এবং মহকুমা শাসকের কাছে ডেপুটেশন তুলে দেয়।বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন ঘূর্ণিঝড় আমফান তান্ডবে ঘরবাড়ি,নদীবাঁধে ক্ষতিগ্রস্ত হয়েছে।কিন্তু ত্রাণ নিয়ে ও ১০০ দিনের কাজে দুর্নীতি চলছে ক্যানিং মহকুমা বিভিন্ন পঞ্চায়েত গুলিতে।

চন্ডীদাস ভট্রচার্য,রাজ্য সম্পাদক এস ইউ সি আই

এখনও বহু এলাকায় বিদ্যুৎহীন,পানীয় জল নেই।যারা ১০০ দিনের কাজ চাইছে তারা কাজ পাচ্ছে না।১০০ দিনের কাজে জব কার্ড ঠিকাদার থেকে শুরু করে শাসক দলের নেতাদের পকেটে।অবিলম্বে ১০০ দিনের কাজে দুর্নীতিগ্রস্তদের গ্রেফতার করে আইনী ব্যবস্থা নিতে হবে।এদিন ক্যানিং এসডিও অফিসের সামনে বিক্ষোভ চলাকালীন ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তৃণমূলের শ্যামল মন্ডল উপস্থিত ছিল।
 শ্যামল মন্ডল বিধায়ক ক্যানিং পশ্চিম কেন্দ্র


সেই সময় বিক্ষোভকারীরা আরও জড়ালো ভাবে বিক্ষোভ দেখাতে থাকে।এ বিষয়ে ক্যানিং পশ্চিম কেন্দ্রের বিধায়ক তৃণমূলের শ্যামল মন্ডল বলেন ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ।সবার অধিকার আছে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করা।আমি বলেছি এসডিও এবং বিডিও কাছে অভিযোগ করুন কোন অভিযোগ থাকলে।তবে ক্যানিং পশ্চিম কেন্দ্রে যে অঞ্চলে নদীর বাঁধ ভেঙে গিয়ে ছিল,সেই বাঁধ কাজ শুরু হয়েছে।সর্বত্র ত্রাণ দেওয়ার কাজ চলছে।এসইউসিআই রাজ্য সম্পাদক চন্ডীদাস ভট্টাচার্য বলেন ঘূর্ণিঝড় আমফানের তান্ডবে ঘরবাড়ি, নদীর বাঁধের ক্ষতি হয়।এখনও পর্যন্ত বহু এলাকায় বিদ্যুৎহীন, পানীয় জল নেই।১০০ দিনের কাজ পাচ্ছে না জব কার্ডের বেনিফিসিয়ারিরা।১০০ দিনের কাজের জব কার্ড ঠিকাদার এবং শাসক দলের বেশ কিছু নেতাদের পকেটে।ত্রাণ ও ১০০ দিনের কাজে দুর্নীতি হচ্ছে।ফলে বিভিন্ন দাবিতে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয়।প্রাক্তন সাংসদ ডাঃ তরুন মন্ডল বলেন ত্রাণ নিয়ে দুর্নীতি চলছে।ঘূর্ণিঝড় আমফানের তান্ডবে ক্ষতিগ্রস্তরা ঠিক মতন ত্রাণ পাচ্ছে না।বিভিন্ন এলাকায় বিদ্যুৎহীন,পানীয় জলের সমস্যা।১০০ দিনের কাজে কাজ পাচ্ছে না জব কার্ডের বেনিফিসিয়ারিরা।এমনকি সর্ব দলীয় বৈঠক ডাকা হয়নি।ফলে বিভিন্ন দাবিতে ডেপুটেশন দেওয়া হয় ক্যানিং মহকুমা শাসককে।

Post a Comment

0 Comments