বিশ্ব কবি কে শ্রদ্ধার্ঘ, সুন্দরবনের কবির
নুরসেলিম লস্কর, বাসন্তী
আজ 25 শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 159 তম জন্ম জয়ন্তী আজ সারা দেশ জুড়ে পালিত হলো। ফুল, মালা দিয়ে বা কোথাও তার গান গেয়ে, ঠিক অনুরূপ ভাবে কবি গুরুর ছবিতে মাল্যদান ও তাঁর লেখা দু একটা কবিতা আবৃত্তির মধ্যে দিয়ে কবি গুরুর জন্ম জয়ন্তী পালন করলেন সুন্দরবনের কবি তথা বিশিষ্ট সমাজসেবী ফারুক আহমেদ সরদার। তিনি বলেন " বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের মতো ছোট কবি দের কাছে কবিতার দেবতা, তাঁর লেখা গল্প, গান, কবিতা গুলোই তো আমাদের অনুপ্রেরনা, ওনার লেখা কবিতা গুলি আমাদের নতুন করে বাঁচতে শেখায়। আমাদের কে নতুন নতুন কবিতা লেখার শক্তি যোগায়। আজ করোনার জন্য যেন কোথাও কমতি থেকে গেল কবি গুরুর জন্ম জয়ন্তী। কিন্তূ আমরা খুব তাড়াতাড়ি এই দুঃসময় কাটিয়ে উঠবো। আপনারা সবাই বাড়িতে থাকুন, সুস্থ থাকুন"।
0 Comments
Welcome