Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

আজ দুপুরে হঠাৎ ম্যাসেঞ্জার-এ দীপঙ্কর এর নিন্মোক্ত ম্যাসেজ টি পেলাম।

আজ দুপুরে হঠাৎ ম্যাসেঞ্জার-এ দীপঙ্কর এর নিন্মোক্ত ম্যাসেজ টি পেলাম।


পাঠকের চিঠি , লিখেছেন - সৌমিত্র মণ্ডল    
বালি  - গোসাবা, দঃ ২৪ পরগণা

আজ দুপুরে হঠাৎ ম্যাসেঞ্জার-এ দীপঙ্কর এর নিন্মোক্ত ম্যাসেজ টি পেলাম। দেখলাম ওর ম্যাসেঞ্জার তখন অ্যাকটিভ।হয়তো আমার উত্তরের অপেক্ষায় ছিল।সাথে সাথেই ভিডিও কল করলাম। তার পর যা শুনলাম ও দেখলাম তা বলতে গিয়ে আমার চোখে জল চলে আসছে।মাস দুই আগে ওরা সপরিবারে পেটের দ্বায়ে  কাজ করতে গেছিল ব্যাঙ্গালোর -এ।বর্তমানে লক ডাইন পরিস্থিতিতে ওরা ওখানেই গৃহবন্ধী। তার উপর কোম্পানি বন্ধ । তাই বেতনও বন্ধ।যা টাকা জমেছিল তার সবটাই শেষ। গত দুদিন ধরে ওরা খায় নি। তার আগের দিনগুলিতে মাঝে মাঝে রান্না করে দিয়ে যাওয়া যে খাবার ওরা পাচ্ছিল তা দিয়ে সারা দিনের মধ্যে এক বেলা করে খেয়ে কোন ক্রমে নিজেদের বাঁচিয়ে রেখেছিল।কিন্তু এখন ঐ খাবারও আর আসছে না।কথাগুলো বলতে বলতে দীপঙ্কর এর স্ত্রী ও মায়ের চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছিল। দীপঙ্কর এর গলাটাও ধরে আসছিল।আমি নিজেও  ভারাক্রান্ত হয়ে পড়ছিলাম তবুও মনকে শক্ত করে বল্লাম ভয় পেয়ো না, আমরা তো আছি। আমি কথা দিলাম ১ঘন্টার মধ্যে কিছু টাকা পাঠাবো। ১০০০ টাকা পাঠিয়েও দিলাম(যা আমার শিক্ষক মজফর বাবু ও বলরাম বাবু দুস্থ মানুষের সেবার জন্য আমায় পাঠিয়ে ছিলেন) । আর দীপঙ্কর কে অনুরোধ করলাম-সময় বুঝে ব্যায় করো, মা ও স্ত্রীর খেয়াল রেখো, নিজের যত্ন নিও,সাবধানে থেকো, অ- প্রয়োজনে গৃহে থেকো। আর হ্যাঁ অসুবিধা হলে দ্বিধা না করে আবার বলো -যে ভাবে পারি সাহায্য করবো।

আমার পাশাপাশি আপনারাও যাতে দীপঙ্করের পরিবারে  সাহায্যের হাত বাড়াতে পারেন সে জন্য  নীন্মে ওর  স্ত্রী র ( যা দীপঙ্কর আমায় পাঠিয়ে ছিল) a/c ডিটেল্স সংযুক্ত করলাম। 
Name:Dipali Gayen
A/c No:6294619499
Bank Name:PAYTM PAYMENTS BANK. 
IFSC:PAYTM0123456.
Branch Name:Nikhil Sachdeva. 
Branch Code:001
যোগাযোগ নং-9134728868

Post a Comment

0 Comments