Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

সুন্দরবনে আয়লার স্মৃতি উস্কে আছড়ে পড়তে চলেছে ' আমফান '

সুন্দরবনে আয়লার স্মৃতি উস্কে আছড়ে পড়তে চলেছে ' আমফান ' 
নুরসেলিম লস্কর,  বাসন্তী 

২০০৯ সালের ২৬ মে আছড়ে পড়েছিল 'আয়লা'। ১২০ কিলোমিটার ছিল সর্বোচ্চ গতিবেগ। ঠিক ১১ বছর পরে স্মৃতি উস্কে আছড়ে পড়তে চলেছে আমফান। আমফান'-এর সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৯০ কিলোমিটার। আতঙ্কে কাঁটা রাজ্যবাসী।
       শক্তি সঞ্চয় করে আমফান এই মুহূর্তে দক্ষিণ বঙ্গোপসাগর ও মধ্য বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ওড়িশার পারাদ্বীপ থেকে ৭৯০ কিলোমিটার দূরে রয়েছে আমফান । দিঘা থেকে দূরত্ব মাত্র ৯৩০ কিলোমিটার । প্রতি ঘণ্টায় ১৩ কিলোমিটার বেগে উত্তর এবং উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে ।
প্রবল এই ঘূর্ণিঝড়ের কারণে ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় সতর্কতা জারি করা হয়েছে । আতঙ্কের প্রহর গুনছেন সুন্দর বনবাসীর সঙ্গে সমগ্র রাজ্যবাসী.
   কখন আঘাত হানবে আমফান? রইলো ঝড়ের সময়কাল ও গতি -
     দক্ষিণ ২৪ পরগনা ১৭.০৫.২০২০ রাত ৮টা থেকে ১৮.০৫.২০২০ সকাল ৮টা: জেলার দু-এক জায়গায় বজ্র-বিদ্যুৎ ও ২০-৩০ কিলেমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে।   ১৮.০৫.২০২০ রাত ৮টা থেকে ১৯.০৫.২০২০ সকাল ৮টা: জেলার দু-এক জায়গায় বজ্র-বিদ্যুৎ ও ২০-৩০ কিলেমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে।  ১৯.০৫.২০২০ রাত ৮টা থেকে ২০.০৫.২০২০ সকাল ৮টা: বজ্র-বিদ্যুৎসহ ভারী বৃষ্টিপাত জেলার কয়েকটি জায়গায়। ৫৫ থেকে ৬৫ কিমি বেগে বইবে ঝড়ো হাওয়া।  ২০.০৫.২০২০ রাত ৮টা থেকে ২১.০৫.২০২০ সকাল ৮টা: ১০০ থেকে ১২০ কিমি বেগে বইবে ঝড়ো হওয়া। জেলার বেশ কিছু জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।  ২১.০৫.২০২০ রাত ৮টা থেকে ২২.০৫.২০২০ সকাল ৮টা: জেলার কয়েকটা এলাকার ওপর দিয়ে ৫০ থেকে ৬০ কিমি বেগে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ো হাওয়া বইবে।* 

Post a Comment

0 Comments