Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

সুন্দরবন এলাকায় এগিয়ে আসছে আমফান ঘূর্ণিঝড়,জারি করা হল রেড অ্যালার্ট

সুন্দরবন এলাকায় এগিয়ে আসছে আমফান ঘূর্ণিঝড়,জারি করা হল রেড অ্যালার্ট

কাকদ্বীপ|দক্ষিণ ২৪ পরগনার ১৩ টি ব্লক এবং উত্তর ২৪ পরগনার ৬ টি ব্লক নিয়ে সুন্দরবন গঠিত।বর্তমানে সুন্দরবনে প্রায় ৫০ লক্ষ মানুষের বসবাস।আর এই সুন্দরবনের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় আমফান।ফলে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে।প্রতিটি মূহুর্তে নজর রাখা হচ্ছে পরিস্থিতির দিকে।জারি করা হয়েছে রেড অ্যালার্ট।মহকুমা, ব্লক,পঞ্চায়েত গুলিতে খোলা হয়েছে দুর্যোগ মোকাবিলার কট্রোল রুম।রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা বলেন ঘূর্ণিঝড় আমফান বিষয়ে প্রশাসনিক বৈঠক হয় কাকদ্বীপ মহকুমা ভবনে।মিটিংয়ে সমস্ত বিষয়ে আলোচনা হয়।বুলবুল ঘূর্ণিঝড় যে ভাবে মোকাবিলা করা হয়েছিল,ঠিক সে রকম পদ্ধতিতে মোকাবিলা করা হবে।ইতিমধ্যে নদীর পাড়ে যে সমস্ত পরিবারের বসবাস তাদের কে সরিয়ে আনা হচ্ছে বহুমুখী বিপর্যয় কেন্দ্র গুলিতে।পাশাপাশি বহু হাইস্কুল গুলি নেওয়া হয়েছে সেখানেই রাখা হচ্ছে এই সমস্ত মানুষ গুলিকে।

যেহেতু এই ঘূর্ণিঝড় আমফান সাগরের উপর থেকে বয়ে যাবে।ফলে সব রকম ভাবে সতর্ক করা হচ্ছে মানুষজনকে।জি প্লট, মৌসুমী দ্বীপ,ঘোড়ামারা দ্বীপ সহ বিভিন্ন দ্বীপ গুলি থেকে মানুষজনকে সরিয়ে আনা হচ্ছে।তিনি আরও বলেন ৪ টি এনডিআর এবং এসডিআর টিম কাজে লাগানো হচ্ছে।কাকদ্বীপে খোলা হয়েছে জি কট্রোল রুম।রাখা হয়েছে পযাপ্ত শুকনো খাবার,বেবী ফুড,পানীয় জল সহ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।এদিকে দীঘা থেকে প্রায় ১২০০ কিলোমিটার দূরে শক্তি সঞ্চয় করেছে আমফান।রবিবার উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বাংলা ও ওড়িশা দিকে এগোতে থাকবে আমফান।১৮ থেকে ২০ মের মধ্যে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে প্রবেশ করবে ঘূর্ণিঝড় আমফান।এদিকে যারা সমুদ্রে গিয়েছে তাদের ফিরে আসতে ও নতুন করে মাছ ধরতে না যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রশাসন।

Post a Comment

0 Comments