Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

কবি গুরুর ১৫৯ তম জন্মদিবসে দুঃস্থদের সেবায় ক্যানিং এ বসলো হাট

কবি গুরুর ১৫৯ তম জন্মদিবসে দুঃস্থদের সেবায় ক্যানিং এ বসলো হাট


ক্যানিং|হাট বসছে শুক্রবারে বংশিগঞ্জের পদাপারে।কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হাট কবিতার অবলম্বে শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ক্যানিং থানার রেল মার্কেট এলাকায় কবি গুরুর ১৫৯ তম জন্মদিবসে বসলো হাট দুঃস্থদের সেবায়।বিশিষ্ট সমাজসেবক সমরেশ দলুইয়ের উদ্যোগে কয়েকশো দুঃস্থ মানুষজনকে হাটে তুলে দেওয়া শাক সবজি।উচ্ছে,পটল, ঝিঙে,লাউ,আলু,পেঁয়াজ,লঙ্কা, ধারোশ,কুমড়ো সহ বিভিন্ন খাদ্য সামগ্রী।পাশাপাশি তুলে দেওয়া হয় মাক্স, সাবান।সারা বিশ্ব জুড়ে করোনা ভাইরাস থাবা বসিয়ে।ভারতে দিনের পর দিন করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।বাড়ছে মৃত্যুরও সংখ্যা।সারা দেশ জুড়ে চলছে লকডাউন।ফলে বহু মানুষজন ঘরবন্দি।যার জন্য বহু মানুষজন কাজ করতে পারছে না।আর এই সমস্ত দুঃস্থ মানুষজনের সেবায় এগিয়ে এলেন সুন্দরবনের বিশিষ্ট সমাজসেবক সমরেশ দলুই।কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসে হাট কবিতা স্মরণে বসলো হাট সম্পূর্ণ ভাবে লকডাউনের নিয়ম কানুন মেনে।

Post a Comment

0 Comments