অসহায় বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের পাশে বারুইপুর পুলিশ জেলার মহিলা পুলিশ কর্মীরা
নিজস্ব প্রতিনিধি ,ক্যানিং - বিশেষ ভাবে চাহিদা সম্পন্ন মানুষের হাতে ত্রাণ তুলে দিলেন বারুইপুর পুলিশ জেলার মহিলা পুলিশ কর্মীরা।শনিবার বিকালে ক্যানিংয়ের সাতমূখী বাজার ও বাইশসোনা এলাকার ৮৯ জন বিশেষ চাহিদা সম্পন্ন অসহায় মানুষের হাতে ত্রাণ তুলে দিলেন।মানবিক মহিলা পুলিশ কর্মীদের থেকে সংকটময় মুহূর্তে এমন ত্রাণ পেয়ে খুশি বিশেষ চাহিদা সম্পন্ন মানুষজন।উল্লেখ্য করোনার তান্ডব বাড়তে থাকায় অসহায় মানুষের দুঃখ দুর্দশার কথা জানতে পেরে উদ্বিগ্ন হয়ে পড়েন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার রশিদ মুনির খান। তিনি নির্দেশ দেন অসহায় পরিচারিকা মা ও বিশেষ চাহিদা সম্পন্ন অসহায় মানুষের পাশে যেনতেন প্রকারে সহযোগিতার হাত বাড়িয়ে তাঁদের পাশে দাঁড়াতে হবে।নড়েচড়ে বসে বারুইপুর পুলিশ জেলার মহিলা থানার পুলিশ আধিকারীকরা।
একদিকে সংসারের ঝক্কি সামলানো অপরদিকে প্রশাসনিক দায়িত্ব।দুটি দায়িত্ব সমান ভাবে পালন করে আসছিলেন বারুইপুর পুলিশ জেলার অধিনস্ত সমস্ত মহিলা থানার পুলিশ কর্মীরা।বর্তমানে করোনার তান্ডবে জর্জরিত দেশ তথা গোটা বিশ্ব। চলছে লকডাউন।কাজ হারিয়ে অসহায় হয়ে পড়েছেন পরিচারিকা মায়েরা। তারপর ভিক্ষায় কিংবা অপরের উপর নির্ভর হয়ে বেঁচে থাকতে হয় বিশেষ চাহিদা সম্পন্ন মানুষজনদের কে । তাঁরাও এই মুহূর্তে অসহায় হয়ে কঠিন লড়াইয়ের সম্মূখীন।করোনা আর লকডাউনের জোড়া ফলায় বিদ্ধ হয়ে জর্জরিত তাঁরাও।করোনা ও লকডাউনের জোড়া ফলার আক্রমণে অসহায় হয়ে কেমন আছে তাঁরা?বারুইপুর পুলিশ জেলার অধিনস্ত মহিলা থানার আধিকারীকরা সংসারের ঝক্কি ও প্রশাসনিক দায়িত্ব সামাল দেওয়ার পাশাপাশি পাড়ায় পাড়ায় হাজির হয়ে খোঁজ খবর নিলেন সেই সমস্ত দরিদ্র অসহায় পরিচারিকা মা ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের।
রাতদিন বসে তৈরী করলেন অসহায় পরিচারিকা মা ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের তালিকা।প্রাণের মায়া ত্যাগ করে জীবনের ঝুঁকি নিয়ে পাড়ায় পাড়ায় হাজির হয়ে গত ৩০ এপ্রিল প্রায় ৩০০ পরিচারিকা মা ও তাঁদের শিশুদের হাতে তুলে দিয়েছিলেন পর্যাপ্ত পরিমান খাদ্যসামগ্রী।শনিবার সকালে তেমনই ভাবে সাতমূখী,ডাবু,পরাণীখেকো,দিঘীরপাড়,মাতলা,বাইশসোনা এলাকায় গিয়ে ৮৯ জন দুঃস্থ অসহায় বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের হাতে তুলে দিলেন পর্যাপ্ত পরিমাণ খাদ্য সামগ্রীর ত্রাণ।মায়ের মতো স্নেহ হাতের পরশ থেকে সংকটময় মুহূর্তে মহিলা পুলিশ কর্মীদের হাত থেকে পর্যাপ্ত পরিমান খাদ্যসামগ্রীর ত্রাণ পেয়ে খুশি অমরজিৎ প্রামাণিক,নূরমহম্মদ সেখ,সামসুল গাজীদের মতো বিশেষ চাহিদা সম্পন্নরা।বিভিন্ন এলাকায় খাদ্যসামগ্রী তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন বারুইপুর মহিলা থানার আইসি কাকলি ঘোষ কুন্ডু,জয়নগর থানার আইসি অতনু সাঁতরা,ক্যানিং থানার আইসি অমিত কুমার হাতি,ক্যানিং মহিলা থানার আইসি মুনমুন চৌধুরী,এসআই তনুশ্রী মন্ডল,কনষ্টেবল অর্পিতা দাস,মিনাক্ষী মন্ডল সহ অন্যান্য পুলিশ কর্মীরা।
নিজস্ব প্রতিনিধি ,ক্যানিং - বিশেষ ভাবে চাহিদা সম্পন্ন মানুষের হাতে ত্রাণ তুলে দিলেন বারুইপুর পুলিশ জেলার মহিলা পুলিশ কর্মীরা।শনিবার বিকালে ক্যানিংয়ের সাতমূখী বাজার ও বাইশসোনা এলাকার ৮৯ জন বিশেষ চাহিদা সম্পন্ন অসহায় মানুষের হাতে ত্রাণ তুলে দিলেন।মানবিক মহিলা পুলিশ কর্মীদের থেকে সংকটময় মুহূর্তে এমন ত্রাণ পেয়ে খুশি বিশেষ চাহিদা সম্পন্ন মানুষজন।উল্লেখ্য করোনার তান্ডব বাড়তে থাকায় অসহায় মানুষের দুঃখ দুর্দশার কথা জানতে পেরে উদ্বিগ্ন হয়ে পড়েন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার রশিদ মুনির খান। তিনি নির্দেশ দেন অসহায় পরিচারিকা মা ও বিশেষ চাহিদা সম্পন্ন অসহায় মানুষের পাশে যেনতেন প্রকারে সহযোগিতার হাত বাড়িয়ে তাঁদের পাশে দাঁড়াতে হবে।নড়েচড়ে বসে বারুইপুর পুলিশ জেলার মহিলা থানার পুলিশ আধিকারীকরা।
একদিকে সংসারের ঝক্কি সামলানো অপরদিকে প্রশাসনিক দায়িত্ব।দুটি দায়িত্ব সমান ভাবে পালন করে আসছিলেন বারুইপুর পুলিশ জেলার অধিনস্ত সমস্ত মহিলা থানার পুলিশ কর্মীরা।বর্তমানে করোনার তান্ডবে জর্জরিত দেশ তথা গোটা বিশ্ব। চলছে লকডাউন।কাজ হারিয়ে অসহায় হয়ে পড়েছেন পরিচারিকা মায়েরা। তারপর ভিক্ষায় কিংবা অপরের উপর নির্ভর হয়ে বেঁচে থাকতে হয় বিশেষ চাহিদা সম্পন্ন মানুষজনদের কে । তাঁরাও এই মুহূর্তে অসহায় হয়ে কঠিন লড়াইয়ের সম্মূখীন।করোনা আর লকডাউনের জোড়া ফলায় বিদ্ধ হয়ে জর্জরিত তাঁরাও।করোনা ও লকডাউনের জোড়া ফলার আক্রমণে অসহায় হয়ে কেমন আছে তাঁরা?বারুইপুর পুলিশ জেলার অধিনস্ত মহিলা থানার আধিকারীকরা সংসারের ঝক্কি ও প্রশাসনিক দায়িত্ব সামাল দেওয়ার পাশাপাশি পাড়ায় পাড়ায় হাজির হয়ে খোঁজ খবর নিলেন সেই সমস্ত দরিদ্র অসহায় পরিচারিকা মা ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের।
রাতদিন বসে তৈরী করলেন অসহায় পরিচারিকা মা ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের তালিকা।প্রাণের মায়া ত্যাগ করে জীবনের ঝুঁকি নিয়ে পাড়ায় পাড়ায় হাজির হয়ে গত ৩০ এপ্রিল প্রায় ৩০০ পরিচারিকা মা ও তাঁদের শিশুদের হাতে তুলে দিয়েছিলেন পর্যাপ্ত পরিমান খাদ্যসামগ্রী।শনিবার সকালে তেমনই ভাবে সাতমূখী,ডাবু,পরাণীখেকো,দিঘীরপাড়,মাতলা,বাইশসোনা এলাকায় গিয়ে ৮৯ জন দুঃস্থ অসহায় বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের হাতে তুলে দিলেন পর্যাপ্ত পরিমাণ খাদ্য সামগ্রীর ত্রাণ।মায়ের মতো স্নেহ হাতের পরশ থেকে সংকটময় মুহূর্তে মহিলা পুলিশ কর্মীদের হাত থেকে পর্যাপ্ত পরিমান খাদ্যসামগ্রীর ত্রাণ পেয়ে খুশি অমরজিৎ প্রামাণিক,নূরমহম্মদ সেখ,সামসুল গাজীদের মতো বিশেষ চাহিদা সম্পন্নরা।বিভিন্ন এলাকায় খাদ্যসামগ্রী তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন বারুইপুর মহিলা থানার আইসি কাকলি ঘোষ কুন্ডু,জয়নগর থানার আইসি অতনু সাঁতরা,ক্যানিং থানার আইসি অমিত কুমার হাতি,ক্যানিং মহিলা থানার আইসি মুনমুন চৌধুরী,এসআই তনুশ্রী মন্ডল,কনষ্টেবল অর্পিতা দাস,মিনাক্ষী মন্ডল সহ অন্যান্য পুলিশ কর্মীরা।
0 Comments
Welcome