Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

গোসাবা আমফানে ক্ষতিগ্রস্ত এলাকায় নামলো সেনা

গোসাবা আমফানে ক্ষতিগ্রস্ত এলাকায় নামলো সেনা

গোসাবা|সোমবার দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের সাতজেলিয়া ও লাহিড়ীপুর অঞ্চলের বিভিন্ন গ্রামে ঘূর্ণিঝড় আমফানের দাপটে ক্ষতিগ্রস্ত এলাকায় গাছ কাটা ও বিদ্যুতের খুঁটি সরানোর কাজে নাম সেনা বাহিনীর জওয়ানরা।গত ২০ মে ঘূর্ণিঝড় আমফানের দাপটে সুন্দরবনের বিভিন্ন অঞ্চল গুলি তচনচ হয়ে যায়।দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে প্রায় ১০ লক্ষের বেশি ঘরবাড়ি ক্ষয়ক্ষতি হয় আমফানের দাপটে।ঝড়ের তান্ডবে পড়ে যায় হাজার হাজার গাছপালা,বিদ্যুতের খুঁটি,ছিঁড়ে যায় বিদ্যুৎতের তার।প্রশাসন সূত্রে জানা গিয়েছে দুই কলম সেনা আসে জেলায় গাছ কাটা ও বিদ্যুতের খুঁটি সরানোর কাজে।গত ৩১ মে নামখানা,বকখালিতে গাছ কাটা ও বিদ্যুতের খুঁটি সরানোর কাজ শুরু করে এক কলম সেনা।


আর পরের দিন গোসাবা ব্লকে কাজ শুরু করলো এক কলম সেনা।ক্যানিং মহকুমা বাসন্তী ও গোসাবা ব্লকে আমফানে ক্ষতিগ্রস্ত এলাকায় গাছ কাটা ও বিদ্যুতের খুঁটি সরানোর কাজ করবে সেনা।এদিকে আমফানের তান্ডবে গোসাবা ব্লকে ১৫৩০ টি বিদ্যুৎতের খুঁটি পড়ে যায়, বিদ্যুৎতের তার ছিঁড়ে যায়,পড়ে যায় হাজার হাজার গাছপালা  এবং প্রায় ৬২ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।গোসাবা বিডিও সৌরভ মিত্র বলেন ঘূর্ণিঝড় আমফান দাপটে ক্ষতিগ্রস্ত এলাকায় গাছ কাটা ও বিদ্যুতের খুঁটি সরানোর কাজ শুরু করেছে সেনা।যাতে ক্ষতিগ্রস্তদের কোন রকম অসুবিধা না হয়,তার জন্য সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।

Post a Comment

1 Comments

  1. ফালতু কথা বলার যায়গা পান না? সেনারা সাতজেলিয়া, লাহিড়ীপুরের বিভিন্ন গ্রামে গাছ কেটেছে?

    ReplyDelete

Welcome